প্রধানমন্ত্রীরদপ্তর

জি-২০ সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনায় ৩ সেপ্টেম্বর দিল্লির উপ-রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রধান সচিব অনুষ্ঠান-স্থল পরিদর্শন করেছেন

Posted On: 03 SEP 2023 10:15PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৩ 


আসন্ন জি-২০ সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনায় দিল্লির উপ-রাজ্যপাল শ্রী বিনয় কুমার সাক্সেনার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি কে মিশ্র দিল্লি জুড়ে একাধিক স্থান পরিদর্শন করেছেন। 
জি-২০ সম্মেলনের জন্য অনুষ্ঠান প্রস্তুতি সংক্রান্ত সমন্বয় কমিটির চেয়ারম্যান হলেন প্রধান সচিব। আয়োজিত এই সম্মেলন স্মরণীয় করে রাখতে এবং পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান-স্থলে সঠিক সময়ে সঠিক জিনিসের উপস্থিতি নিশ্চিত করতে ডঃ পি কে মিশ্র নিয়মিত পর্যালোচনা করে চলেছেন। এই শীর্ষ সম্মেলনের জন্য আগত সমস্ত রাষ্ট্র প্রধান এবং অন্য আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা যাতে সফরের সময় ভারতের সংস্কৃতি এবং বিশ্বমানের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন, তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। 
ভারত মন্ডপম ছাড়াও রাজঘাট, ইন্ডিয়া গেট, বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল, ভিআইপি লাউঞ্জ, প্রধান সড়কগুলি সহ প্রায় ২০টি স্থান প্রধান সচিব পরিদর্শন করেন এবং প্রস্তুতি খতিয়ে দেখেন।
রাজঘাটের বাইরের অংশ সাজিয়ে তোলা হয়েছে, একই সঙ্গে দিল্লির প্রধান প্রধান স্থানগুলিকে সুসজ্জিত করে তোলা হয়েছে। ভারত মন্ডপমে ‘শিব – নটরাজ’ – এর মূর্তি বসানো হয়েছে। প্রায় ২০ টন ওজনের ২৭ ফুটের নটরাজ মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি। জি-২০ সভাপতিত্বের সময় ভারত মন্ডপম – এর সামনে ‘শিব – নটরাজ’ – এর সবচেয়ে লম্বা ব্রোঞ্জের মূর্তিটি বসানো হয়েছে। 
প্রধান সচিব যান চলাচলের বিষয় নিয়েও পর্যালোচনা করেন এবং সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে সম্পর্কে তাঁদের অবহিত করার জন্য প্রশাসনকে পরামর্শ দেন তিনি। বিশেষ করে, অতিথিদের স্বাগত জানানোর জন্য দিল্লি বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়েও পর্যালোচনা করেন তিনি। 
ডঃ মিশ্র পালাম বিমান ঘাঁটির টেকনিক্যাল এরিয়া পরিদর্শন করেন। এই স্থানে রাষ্ট্রপ্রধানদের বিমান অবতরণ করবে। বিমান বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা ডঃ মিশ্রকে রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা, লাউঞ্জ এবং অন্য সুবিধার বিষয়েও অবহিত করেন। এই টেকনিকাল এরিয়ায় জরুরি চিকিৎসার সুবিধারও ব্যবস্থা করা হয়েছে। 
শহরের পরিবেশকে আরও উন্নত করতে যে সৌন্দর্যায়ন অভিযান চালানো হয়েছে, তা ঘুরে দেখেন দিল্লির উপ-রাজ্যপাল। সাফাই অভিযান চালানো ছাড়াও বেশ কিছু জায়গায় নজরকাড়া জলের ফোয়ারা বসানো হয়েছে। দেশের বৈচিত্র্যকে তুলে ধরে, এমন প্রচুর সংখ্যক মূর্তি বসানো হয়েছে এবং পোস্টার লাগানো হয়েছে। সাধারণ যাত্রী ও দর্শনার্থীদের আনন্দ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির পতাকা গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে। এমনকি, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পশুর মূর্তি বসানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রধান সচিব আধিকারিকদের কাজের প্রশংসা করেন।
জনসাধারণের অসুবিধা এড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রধান সচিব সহ সমস্ত শীর্ষ আধিকারিকরা মিনি বাসে ভ্রমণ করেন। বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত এই পরিদর্শন চলে। 
এই পর্যালোচনা ও পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা শ্রী অমিত খারে,তরুণ কাপুর ,পুলিশ কমিশনার, মুখ্য সচিব এবং অন্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 


AC/SS/SB



(Release ID: 1954540) Visitor Counter : 109