প্রধানমন্ত্রীরদপ্তর

পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, স্টার্ট-আপ উদ্যোগ, ওষুধ উৎপাদন, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পদ্ধতিতে লেনদেন এবং পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলিতে ভারতের প্রসার ও অগ্রগতির সাফল্যকে গ্রীসের প্রধানমন্ত্রী ও অন্যান্যদের সামনে তুলে ধরলেন শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 25 AUG 2023 8:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ আগস্ট, ২০২৩

 

 

পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, স্টার্ট-আপ, ফার্মা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পদ্ধতিতে লেনদেন এবং পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভারতের উদ্যোগ যে দেশের বাণিজ্যিক প্রচেষ্টাকে নানাভাবে উৎসাহ যুগিয়েছে, এ সম্পর্কে গ্রীসের প্রধানমন্ত্রী মিঃ কিরিয়াকোস মিতসোটাকিস-কে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজের অবসরে শ্রী মোদী মিঃ মিতসোটাকিস এবং ভোজসভায় উপস্থিত অন্যান্যদের কাছে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে ভারতের সাফল্য ও অগ্রগতির একটি চিত্র তুলে ধরেন। জাহাজ চলাচল, পরিকাঠামো, শক্তি ও জ্বালানি এবং অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত গ্রীক ও ভারতীয় পদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে এক আলাপ-আলোচনায় মিলিত হন তিনি। এই ধরনের শিল্প সংস্থাগুলির সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে তোলার পাশাপাশি ভারত ও গ্রীসের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার প্রসার ঘটানোর কাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, একথাও স্বীকার ধরেন তিনি। 

ভারতে বর্তমানে বিনিয়োগের যে প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে তার সদ্ব্যবহারে এগিয়ে আসার জন্য বাণিজ্যিক নেতৃবৃন্দকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভারতের অগ্রগতিতে তাঁরাও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন, এই মর্মে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান তিনি।

এদিন যে সমস্ত শিল্প সংস্থার সিইও-রা উপস্থিত ছিলেন এই আলাপ-আলোচনাকালে তাঁরা হলেন – মিঃ টি ই ট্রাইফোন (Elpen), মিঃ জি পেরিস্টেরিস (Gek Terna Group), মিসেস মেলিনা ট্রাভলউ (Neptunes Lines Shipping and Managing Enterprises S.A.), মিঃ স্পাইরোস থিওডোরোপোলস (Chipita S.A.), মিঃ ফোকিয়ন কারাভিয়াস (Eurobank S.A.), মিঃ অ্যাসিলেস কন্সন্ট্যান্টা কোপিউলাস (Temes S.A.), মিঃ ই মাইটিলিনিয়স (Mytilineos Group), মিঃ দিমিত্রি পাপালেক্সোপৌলস (Titan Cement Group), মিঃ বিনিশ চুডকার (Intus Pharmaceuticals), মিঃ অরুণ ডারোডিয়া (EEPC), মিঃ শমিত মেহতা (Emcure Pharmaceuticals), মিঃ শ্রীনিবাস বোম্মিদালা (GMR Group), মিঃ সঞ্জীব পুরী (ITC), মিঃ ব্রিক্রম শ্রফ (UPL) এবং মিঃ হরিশ আহুজা (Shahi Exports)।

 

AC/SKD/DM/



(Release ID: 1952588) Visitor Counter : 92