ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
কেন্দ্র অগাস্ট মাসের জন্য দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য অতিরিক্ত ২ লক্ষ মেট্রিকটন চিনি বরাদ্দ করেছে
Posted On:
22 AUG 2023 5:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ অগাস্ট, ২০২৩
আসন্ন ওনাম, রাখীবন্ধন উৎসব এবং কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য চিনির চাহিদা বাড়ায় কেন্দ্র চলতি বছরের অগাস্ট মাসে অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত ২ লক্ষ মেট্রিকটন চিনি বরাদ্দ করেছে। এই মাসের জন্য আগেই ২৩.৫ লক্ষ মেট্রিকটন চিনি বরাদ্দ করা হয়েছিল। অতিরিক্ত পরিমাণ চিনি বরাদ্দ করায় দেশের বাজারে ন্যায্যমূল্যে চিনি পাওয়া যাবে।
আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বিগত এক বছরে ২৫ শতাংশ বেড়েছে। এর ফলে দেশে বর্তমানে চিনির খুচরো মূল্য ৪৩ টাকা ৩০ পয়সা প্রতি কেজি। বিগত ১০ বছরে দেশের চিনি ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বার্ষিক ২ শতাংশেরও কম।
বর্তমান চিনি মরশুমে (অক্টোবর থেকে সেপ্টেম্বর) দেশে ৩৩০ লক্ষ মেট্রিকটন চিনি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে প্রায় ২৭৫ লক্ষ মেট্রিকটন চিনি প্রয়োজন।
ভারতে এখন চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণে চিনি মজুত রয়েছে। বর্তমানে চিনির যে মূল্য বৃদ্ধি হয়েছে, তা শীঘ্রই কমবে বলে আশাকরা হচ্ছে। খুব স্বল্প সময়ের জন্য ন্যূনতম এই মূল্যবৃদ্ধি।
AC/PM/AS
(Release ID: 1951159)
Visitor Counter : 113