সহযোগ মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ পুণেতে রবিবার সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজ (সিআরসিএস)-এর দপ্তরে ডিজিটাল পোর্টালের সূচনা করবেন

Posted On: 05 AUG 2023 12:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ আগস্ট , ২০২৩  


 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ পুণেতে রবিবার, ৬ই আগস্ট সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজ (সিআরসিএস)-এর দপ্তরে ডিজিটাল পোর্টালের সূচনা করবেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 'সহকার সে সমৃদ্ধি' অর্থাৎ সমবায়ের মাধ্যমে সমৃদ্ধির স্বপ্নকে বাস্তবায়িত করতে দেশজুড়ে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার জন্য মন্ত্রক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সমবায় ক্ষেত্রে সহজে ব্যবসা বাণিজ্য নিশ্চিত করতে সমবায় সমিতিগুলির কেন্দ্রীয় নিবন্ধকের দপ্তর বা সিআরসিএস-এর সমস্ত কাজকে কম্পিউটারাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য সিআরসিএস-এর দপ্তরে কাগজবিহীন কাজ নিশ্চিত করা। এছাড়াও বিভিন্ন রাজ্যের সমবায় সমিতিগুলির জন্য একটি অভিন্ন সফটওয়ার তৈরি করা হয়েছে। এর ফলে, সহজে ব্যবসা বাণিজ্যে সুবিধা হবে। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছ ভাবে তথ্যের আদান-প্রদান হবে।   
২০০২ সালের মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট অর্থাৎ যেসব সমবায় সমিতি একাধিক রাজ্যে সক্রিয় - তাদের জন্য ২০০২ সালের আইন অনুসারে নতুন এই পোর্টাল কাজ করবে। এর মাধ্যমে সংস্থার নিবন্ধিকরণের কাজ ওটিপি-র সাহায্যে হবে। বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির ব্যবস্থাও করা হবে। 
দেশজুড়ে ১৫৫০টি সমবায় সমিতি রয়েছে, যারা একাধিক রাজ্যে সক্রিয়। সিআরসিএস-এর দপ্তরে কম্পিউটারের মাধ্যমে সবধরনের কাজ হলে ব্যবসা বাণিজ্যে সুবিধা হবে। 

সমবায় সমিতিগুলির কেন্দ্রীয় নিবন্ধন দপ্তরের জন্য একটি ড্যাশ বোর্ড তৈরি করা হয়েছে। এই ড্যাশ বোর্ড তৈরির ক্ষেত্রে হ্যাকাথনের আয়োজন করা হয় - যেখানে দেশের বিভিন্ন প্রান্তের যুবক যুবতীরা অংশ নেন। প্রস্তাবিত পোর্টালটিতে জাতীয় স্তরে এবং একাধিক রাজ্যে সক্রিয় সমবায় সমিতিগুলির বিভিন্ন পরামর্শ ও মতামত পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।  
AC/CB/AS/ 



(Release ID: 1946123) Visitor Counter : 114