যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে দেশের প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য মোট ৬৪৩.৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে : শ্রী অনুরাগ সিং ঠাকুর

Posted On: 03 AUG 2023 7:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ আগস্ট, ২০২৩

উত্তর-পূর্বাঞ্চলে ক্রীড়া পরিকাঠামো সুবিধার বিষয়ে সংসদে এক প্রশ্নের মৌখিক উত্তরে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ৯ বছরে উত্তর-পূর্বাঞ্চল ক্রীড়া পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী থেকেছে। ‘পুবে তাকাও নীতি’ থেকে ‘পুবে সক্রিয় নীতি’তে পরিবর্তনের সঙ্গে সরকার উত্তর-পূর্বাঞ্চলে ক্রীড়া পরিকাঠামো ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন শ্রী ঠাকুর। তিনি বলেন, উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে দেশের প্রথম জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য মোট ৬৪৩.৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

তিনি আরও জানান, এবছরের মধ্যেই দেশে ১ হাজারটি খেলো ইন্ডিয়া কেন্দ্র জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। এর মধ্যে ২২৭টি খেলো ইন্ডিয়া কেন্দ্র উত্তর-পূর্বে গড়ে তোলা হবে। 

শ্রী ঠাকুর বলেন, মন্ত্রক ৭৫টি ক্রীড়া পরিকাঠামো প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর জন্য ৫২০.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৩টি জাতীয় উৎকর্ষ কেন্দ্র, ১২টি এসএআই প্রশিক্ষণ কেন্দ্র এবং ২২টি খেলো ইন্ডিয়া স্বীকৃত ক্রীড়া আকাদেমি ইতিমধ্যেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কাজ করছে বলে তিনি জানান।

খেলাধুলায় উত্তর-পূর্বের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের ক্রীড়াবিদরা বিশেষ করে মেরিকম, মীরাবাই চানু, লভলিনা বোরগোহাইনের মতো মহিলা খেলোয়াড়রা দেশের জন্য সম্মান এনে দিয়েছেন। তিনি ক্রীড়াবিদ বাইচুং ভুটিয়া এবং শিব থাপার অবদানেরও প্রশংসা করেছেন।

শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, সরকারের জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলের আওতায় টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (টিওপিএস)-এ ক্রীড়াবিদদের সাহায্য করা হচ্ছে, যাতে তাঁরা বিদেশে প্রশিক্ষণ নিতে পারেন। তিনি বলেন, খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট অঞ্চলে তৃণমূল স্তরে খেলাধুলার প্রচারের জন্য খেলো ইন্ডিয়া কেন্দ্রগুলিতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রাক্তন ক্রীড়াবিদদের সাহায্য নেওয়া হয়েছে। 

নাগাল্যান্ডে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যে ক্রীড়া উন্নয়নের সহায়তায় সম্ভাব্য সবরকম সাহায্য করেছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় দ্বিতীয় খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। 

বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের বিষয়ে প্রশ্নের মৌখিক উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ‘বিকলাঙ্গ’ থেকে ‘দিব্যাঙ্গ’ বা ‘বিশেষভাবে সক্ষম’ বলে তাঁদের উল্লেখ এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা দানে এবং চিকিৎসা ক্ষেত্রেও সমতা নিয়ে আসা হচ্ছে। খেলাধুলায় যেসমস্ত ক্রীড়াবিদ দেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁদের সাহায্যে সরকার কোনো খামতি রাখছে না বলেও জানান তিনি।

AC/SS/SKD



(Release ID: 1945678) Visitor Counter : 99