অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশে বর্তমানে ৮৬টি বিমানবন্দরে গ্রিন এনার্জি ব্যবহৃত হচ্ছে

Posted On: 03 AUG 2023 12:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৩ 


বর্তমানে দেশে ৮৬টি বিমানবন্দরে গ্রিন এনার্জি ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ৫৫টি বিমানবন্দরে ১০০ শতাংশ গ্রিন এনার্জি ব্যবহৃত হয়। 
বিমানবন্দরগুলিতে কার্বন নিঃসরণের অন্যতম মূল উৎস হ’ল চিরাচরিত শক্তির ব্যবহার। এই ক্ষেত্রে গ্রিন এনার্জি বিমানবন্দরে কার্বন নিঃসরণের পরিমাণ কম করতে সাহায্য করবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রক বর্তমানে চালু বিমানবন্দরগুলি ও আগামী দিনে যে গ্রিনফিল্ড বিমানবন্দরগুলিতে কাজ শুরু হবে, সেখানে গ্রিন এনার্জির ব্যবহার বাড়াতে নির্দেশ দিয়েছে। 
সমগ্র বিশ্বে বিমানবন্দরগুলি ক্রমাগত পুনর্নবীকরণযোগ্য বা গ্রিন এনার্জি ব্যবহারের দিকে দৃষ্টি দিচ্ছে। হিথরো, ব্রিস্টল, লন্ডন গ্যাটউইক, আমস্টার্ডাম, অসলো, এথেন্স, ব্রাসেলস্, বুদাপেস্ট, কোপেনহেগেন, সান্দিয়াগো, ভ্যানকুভার এবং শারজার মতো বিমানবন্দরগুলিতে সবুজ বা পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহৃত হচ্ছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান অসামরিক বিমান চলাচল দপ্তরের প্রতিমন্ত্রী জেনারেল (ডঃ) ভি কে সিং (অবসরপ্রাপ্ত)। 

CG/PM/SB


(Release ID: 1945415) Visitor Counter : 125