ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

সরকারি হস্তক্ষেপের পর টমেটোর পাইকারি মূল্য হ্রাস


আজ থেকে ৮০ টাকায় টমেটো বিক্রি করবে সরকার

Posted On: 16 JUL 2023 11:10AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জুলাই, ২০২৩

দেশের কয়েকটি জায়গায় টমেটোর মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেজি প্রতি ৯০ টাকায় বিক্রির ব্যাপারে সরকার হস্তক্ষেপ করায় পাইকারি বাজারে টমেটোর  দাম কমেছে।

পরিস্থিতি পর্যালোচনার পর ১৬ জুলাই, ২০২৩ রবিবার থেকে দেশের ৫০০টি বেশি জায়গায় ৮০ টাকা কেজিতে টমেটো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাফেড (এনএএফইডি) এবং এনসিসিএফ-এর মাধ্যমে আজ থেকে দিল্লি, নয়ডা, লক্ষ্ণৌ, কানপুর, বারাণসী, পাটনা, মুজফফরপুর এবং আরা এলাকায় বিক্রি শুরু হয়েছে। আগামীকাল থেকে বাজারের পরিস্থিতি অনুযায়ী আরও বেশ কয়েকটি শহরে এভাবে টমেটো বিক্রি করা হবে।

ভারত সরকার ক্রেতাদের স্বস্তি দিতে বদ্ধপরিকর।

CG/MP/SKD/ ReleaseID: 1939908/ 17 July, 2023/ W- 135



(Release ID: 1940480) Visitor Counter : 66