সংস্কৃতিমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        কর্ণাটকের হাম্পিতে ভারতের সভাপতিত্বে জি২০-র সংস্কৃতি সংক্রান্ত তৃতীয় কর্মীগোষ্ঠীর বৈঠক সমাপ্ত 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                12 JUL 2023 12:37PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ১২ জুলাই, ২০২৩
কর্ণাটকের হাম্পিতে জি২০-র সংস্কৃতি সংক্রান্ত তৃতীয় কর্মীগোষ্ঠীর বৈঠক শেষ হল। ভারতের সভাপতিত্বে দেশের বিভিন্ন স্থানে জি২০ গোষ্ঠীর নানা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতি সংক্রান্ত তৃতীয় কর্মীগোষ্ঠীর বৈঠকে আগস্ট মাসের ২৬ তারিখে বারাণসীতে জি২০-র বিভিন্ন দেশের সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলন নিয়ে আলোচনা হয়।
কর্মীগোষ্ঠী সংস্কৃতির বিভিন্ন নীতি প্রণয়ন নিয়ে আলোচনা করেছে। খাজুরাহো এবং ভূবনেশ্বরে কর্মীগোষ্ঠীর প্রথম এবং দ্বিতীয় বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের পন্থাপদ্ধতি নিয়ে মতবিনিময় করা হয়। আজ হাজার রাম মন্দিরে বৈঠকে অংশগ্রহণকারী সদস্যরা যোগাভ্যাসে অংশ নেন।
এর আগে গতকাল হাম্পির ঐতিহাসিক ক্যুইন্সবাথ-এর বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিনিধিরা যোগ দেন। তাঁদের রাজপরিবারের বিভিন্ন বাড়ি ঘুরে দেখানো হয়। প্রতিনিধি দলের সদস্যরা ইয়েদুরু বাসবান্না চত্ত্বর ঘুরে দেখেন। বিরুপাক্ষ মন্দিরের বিপরীতে মনোরম এই স্থানে শ্রীমতী কৌশল্যা রেড্ডি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান তাঁরা উপভোগ করেন। এখানে দক্ষিণ ভারতের চারটি বিভিন্ন নৃত্যশৈলী প্রদর্শিত হয়, এগুলি হল – তামিলনাড়ুর ভারতনাট্টম, কেরালার মোহিনীআট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি এবং ওড়িশার ওড়িশি নৃত্য প্রদর্শিত হয়।
১০ জুলাই, কর্মীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী ভাষণ দেন। তিনি বলেন, সংস্কৃতির বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে তারা চারটি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন, এগুলি হল – (১) সাংস্কৃতিক সম্পত্তি রক্ষণাবেক্ষণ, (২) সুস্থায়ী ভবিষ্যতের জন্য বিভিন্ন ঐতিহ্যকে রক্ষা করা, (৩) সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডকে উৎসাহিত করা ও সৃজনশীল শিল্পকলা ও অর্থনীতিকে উৎসাহদান এবং (৪) সাংস্কৃতিকে রক্ষা করার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার।
১০ তারিখ প্রতিনিধি দলের সদস্যরা বিজয় বিট্টল মন্দির, ইয়েদুরি বাসবান্না চত্ত্বর এবং ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্ত ঐতিহ্যশালী স্থান ঘুরে দেখেন। দলের সদস্যরা তুঙ্গুভদ্রা নদীতে নৌকোবিহারও করেন।
বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভিক্কু বিনয়ক্রম-এর পরিবেশনা উপভোগ করেন। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে ভারতনাট্টম নৃত্যশিল্পীরা বিজয় বিট্টল মন্দিরের ধ্বংসাবশেষের সামনে সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন। এই অনুষ্ঠানে বিজয়নাগর সাম্রাজ্যের ইতিকথা তুলে ধরা হয়।
CG/ CB /SKD/ ReleaseID: 1938856/ 12 July, 2023/ W- 305
                
                
                
                
                
                (Release ID: 1938970)
                Visitor Counter : 166