পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

“পরিসংখ্যান দিবস” উদযাপিত হবে ২৯ জুন, ২০২৩-এ

प्रविष्टि तिथि: 28 JUN 2023 10:18AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুন, ২০২৩

 

পরিসংখ্যান এবং আর্থিক পরিকল্পনা ক্ষেত্রে অধ্যাপক (প্রয়াত) প্রশান্তচন্দ্র মহলানবিশের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার প্রতি বছর ২৯ জুন, তাঁর জন্মবার্ষিকীতে দেশজুড়ে ‘পরিসংখ্যান দিবস’ হিসেবে বিশেষ দিন উদযাপন করে থাকে। এই দিবস পালনের উদ্দেশ্য হল জনসচেতনতা তৈরি করা, বিশেষ করে আর্থ-সামাজিক পরিকল্পনা ও নীতি প্রণয়নে পরিসংখ্যান ক্ষেত্রে অধ্যাপক (প্রয়াত) মহলানবিশের ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগান। 

এবছর পরিসংখ্যান দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নতুন দিল্লির লোধি রোডে স্কোপ কমপ্লেক্সের স্কোপ কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা ছাড়াও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রতি বছর সমসাময়িক জাতীয় গুরুত্বের বিষয় ভাবনার উপর জোর দিয়ে পরিসংখ্যান দিবস উদযাপিত হয়। ২০২৩-এর পরিসংখ্যান দিবসে বিষয় ভাবনা হল ‘সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা পর্যবেক্ষণের জন্য জাতীয় সূচক পরিকাঠামোর সঙ্গে রাজ্যের সূচক পরিকাঠামোর সামঞ্জস্য।’

এই বিষয়ভাবনার উপর অনুষ্ঠানে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেবেন মন্ত্রকের আধিকারিকরা। তারপর বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

এর পাশাপাশি এই অনুষ্ঠানে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রক আয়োজিত স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ‘অন দ্য স্পট রচনা প্রতিযোগিতা ২০২৩’-এ বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।

CG/SS/SKD/ 


(रिलीज़ आईडी: 1935859) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Punjabi , Malayalam , English , हिन्दी , Tamil , Telugu