শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী ভূপেন্দর যাদব বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমৃতকালে ভারত সামাজিক সুরক্ষা ও মানব সম্পদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে তার অঙ্গীকার বাস্তবায়িত করছে

Posted On: 14 JUN 2023 12:14PM by PIB Kolkata

                                                                                                                                                          নতুন দিল্লি, ৮ ই জুন ২০২৩
    
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব জেনেভায় ১৩ ই জুন ১১১ তম আন্তর্জাতিক শ্রম কনফারেন্সের(আইএলও) পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমৃতকালে ভারত সামাজিক সুরক্ষা ও মানব সম্পদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে তার অঙ্গীকার বাস্তবায়িত করছে।

    জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালনের সময় ভারত বিভিন্ন রাষ্ট্রের শ্রমশক্তির দক্ষতার ঘাটতি পূরণে সচেষ্ট হয়েছে। বিভিন্ন দেশের মধ্যে দক্ষ শ্রমশক্তি ও যোগ্যতাকে পারস্পরিক স্বীকৃতি আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। গিগ ও প্ল্যাটফর্ম কর্মী সহ সকলকে সর্বাঙ্গীন সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসতে ভারত একটি সুস্থায়ী আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সক্রিয় হয়েছে।

    কনফারেন্স চলাকালীন শ্রী যাদব (আইএলও)-র মহানির্দেশক শ্রী গিলবার্ট হাংবোর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর সুস্থায়ী আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্যে সামাজিক সুরক্ষা, গিগ ও প্ল্যাটফর্ম অর্থনীতি এবং আন্তর্জাতিক স্তরে দক্ষতার ঘাটতি পূরণে পরিবেশ সংক্রান্ত কর্মীগোষ্ঠীর অগ্রাধিকারের তালিকায় থাকা বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন।

 

 

CG/CB/SG


(Release ID: 1932297) Visitor Counter : 103