স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডোভিয়া গুজরাটের ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 13 JUN 2023 3:04PM by PIB Kolkata


নতুন দিল্লি, ১৩ জুন, ২০২৩


কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডোভিয়া আজ গুজরাটের ভুজে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী শ্রী ঋষিকেশ গণেশভাই প্যাটেলের সঙ্গে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করেছেন।

ঘূর্ণিঝড় বিপর্যয় একটি অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়। ১৫ জুন এটি গুজরাট উপকূলে পৌঁছোবে বলে অনুমান করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গুজরাট সহ পশ্চিম উপকূলের সব রাজ্যগুলিকে নিজেদের আঞ্চলিক দপ্তরের সঙ্গে অবিরাম যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছে। ৬টি বহুবিশিষ্ট কেন্দ্রীয় চিকিৎসক দল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে জরুরী পরিষেবা প্রদানের জন্যও তাঁদের পাঠানো হবে। নতুন দিল্লির ডঃ আর এম এল হাসপাতাল, এইমস নতুন দিল্লি, এইমস যোধপুর এবং এইমস নাগপুর থেকে নির্বাচিত চিকিৎসকদের এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ব্যাঙ্গালুরুর নিমহ্যান্সকে আপতকালীন পরিস্থিতির জন্য তৈরী রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় পরবর্তী পর্যায়ে কোন অতিমারী দেখা দিলে তার মোকাবিলার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অবিরাম ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির ওপর নজর রেখেছে এবং যেকোন স্বাস্থ্য সংক্রান্ত জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

 

CG/PM/AS



(Release ID: 1932160) Visitor Counter : 102