প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৩ জুন রোজগার মেলার আওতায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত ৭০,০০০ জনের নিয়োগপত্র প্রদান করবেন
Posted On:
12 JUN 2023 4:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ জুন ২০২৩ তারিখ সকাল ১০.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭০,০০০ জনকে নিয়োগপত্র প্রদান করবেন। প্রধানমন্ত্রী নবনিযুক্তদের উদ্দেশে ভাষণও দেবেন।
দেশের ৪৩টি স্থানে এই রোজগার মেলা আয়োজন করা হচ্ছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং রাজ্য ও কেন্দ্রশাসিত দপ্তরে এই কর্মসংস্থানগুলি হবে। সারা দেশ থেকে নির্বাচিত নবনিযুক্তরা অর্থ দপ্তর, ডাক বিভাগ, শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আণবিক শক্তি মন্ত্রক, রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং অডিট ও অ্যাকাউন্টস দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে কাজের সুযোগ পাবেন।
রোজগার মেলা কর্মসংস্থানে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রোজগার মেলা দেশের যুবক-যুবতীদের কাজের সুযোগ করে দিতে ও জাতীয় উন্নয়নে তাদের অংশগ্রহণে বিশেষ ভূমিকা পালন করবে।
নিবনিযুক্তরা অনলাইন মডিউল কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করার সুযোগ পাবেন। এখানে ৪০০-র বেশি ই-শিক্ষা পাঠক্রম রয়েছে।
CG/PM/NS
(Release ID: 1931864)
Visitor Counter : 127
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam