প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

এয়ার মার্শাল রাজেশ কুমার আনন্দ ভিএসএম এয়ার অফিসার ইন-চার্জ অ্যাডমিনিস্ট্রেশন (এওএ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন

प्रविष्टि तिथि: 01 JUN 2023 11:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১  জুন, ২০২৩

এয়ার মার্শাল রাজেশ কুমার আনন্দ বিশিষ্ট সেবা মেডেল পয়লা জুন ২০২৩ থেকে এয়ার অফিসার ইন-চার্জ অ্যাডমিনিস্ট্রেশন (এওএ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এই এয়ার মার্শাল ১৯৮৭-র ১৩ জুন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে ভারতীয় বিমান বাহিনীর প্রশাসনিক শাখায় যোগ দেন। তিনি উচ্চতর এয়ার কম্যান্ড পাঠ্যক্রম করেছেন কলেজ অফ এয়ার ওয়ারফেয়ার এবং এরিয়া কন্ট্রোল পাঠ্যক্রম করেছেন সিঙ্গাপুর অ্যাভিয়েশন অ্যাকাডমি থেকে।

৩৬ বছরের কর্মজীবনে এয়ার মার্শাল বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমান নিযুক্তির আগে তিনি নতুন দিল্লির বিমান বাহিনীর সদর দপ্তরে প্রশাসনির বিভাগের মহানির্দেশক ছিলেন।

কর্মে তাঁর অবদানের জন্য ২০২২-এর জানুয়ারিতে তাঁকে বিশিষ্ট সেবা মেডালে ঘোষিত করেছিলেন ভারতের রাষ্ট্রপতি।

CG/AP/NS….


(रिलीज़ आईडी: 1929008) आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu