প্রধানমন্ত্রীরদপ্তর
দেরাদুন থেকে দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের ২৫ মে যাত্রা সূচনা করবেন প্রধানমন্ত্রী
উত্তরাখণ্ডে এটাই প্রথম বন্দে ভারত
Posted On:
24 MAY 2023 3:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মে, ২০২৩
দেরাদুন থেকে দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের ২৫ মে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সিং-এর যাত্রা সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
উত্তরাখণ্ডে এটাই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। বিশ্বমানের সুবিধা সম্পন্ন বিশেষত এই রাজ্যে ভ্রমণকারী পর্যটকদের জন্য আরামদায়ক যাত্রা এক নতুন পর্বের সূচনা করবে এই ট্রেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কবচ প্রযুক্তি যুক্ত এবং অত্যাধুনিক নিরাপত্তার সমস্ত সুবিধা রয়েছে এই ট্রেনে।
জনপরিবহণে পরিচ্ছন্নতা বিন্যাসের বাতাবরণ তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ ধরে ভারতীয় রেল দেশের সমস্ত রেলপথে বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করছে। এই লক্ষ্যে অগ্রসর হয়ে উত্তরাখণ্ডে বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হওয়া নতুন রেলপথ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর মাধ্যমে রাজ্যের সমস্ত রেলপথে ১০০ শতাংশ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং ট্রেনের গতি ও পরিবহণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।
CG/AB/NS
(Release ID: 1927470)
Visitor Counter : 114
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam