প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৮ তারিখে ওড়িশায় ৮ হাজার কোটি টাকা বেশি মূল্যের একাধিক রেল প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন
প্রধানমন্ত্রী পুরী ও হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন
প্রধানমন্ত্রী ওড়িশায় রেল নেটওয়ার্কের ১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন
প্রধানমন্ত্রী পুরী এবং কটক রেল স্টেশনের পুনরুন্নয়নের শিলান্যাস করবেন
प्रविष्टि तिथि:
17 MAY 2023 5:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ১৮ মে বেলা ১২-৩০ মিনিট নাগাদ ওড়িশায় ৮ হাজার কোটি টাকা মূল্যের বেশি একাধিক রেল প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরী ও হাওড়ার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসেরও যাত্রার সূচনা করবেন। ট্রেনটি ওড়িশার খুরদা, কটক, জাজপুর, ভদ্রক, বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে যাবে। এই ট্রেনের যাত্রীদের ভ্রমণ আরও দ্রুত, সুখকর ও স্বচ্ছন্দ হবে, বাড়বে পর্যটন এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন।
প্রধানমন্ত্রী পুরী এবং কটক রেল স্টেশনের পুনরুন্নয়নের শিলান্যাস করবেন। এরপর স্টেশনগুলিতে যাত্রী সাধারণ পাবেন বিশ্বমানের সবরকম আধুনিক সুখ-স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা।
প্রধানমন্ত্রী ওড়িশায় রেল নেটওয়ার্কের ১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণ জাতির উদ্দেশ উৎসর্গ করবেন। এতে ট্রেন চালানো ও রক্ষণাবেক্ষণের খরচ এবং আমদানিকৃত অশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে।
প্রধানমন্ত্রী সম্বলপুর-তিতলাগড় ডবল লাইন; আঙ্গুল-সুকিন্দা-র মধ্যে নতুন ব্রডগেজ লাইন; মনোহরপুর-রৌরকেল্লা-ঝারসুগুড়া-জামগা তৃতীয় লাইন এবং বিচ্ছুপালি-ঝারতরভা-র মধ্যে নতুন ব্রডগেজ লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ওড়িশায় ইস্পাত, বিদ্যুৎ এবং খনি ক্ষেত্রে দ্রুত শিল্পোন্নয়নের ফলে যাত্রী সংখ্যা প্রভূত বৃদ্ধি পেয়েছে। তাঁদের পরিষেবা দিতে সুবিধা হবে এই প্রকল্পগুলি চালু হলে এবং রেল পরিষেবার ওপর চাপও কমবে।
PG/AP/DM/
(रिलीज़ आईडी: 1925097)
आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam