কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রিসভা রবি মরশুম ২০২২ – ২৩ এর জন্য পুষ্টি উপাদান সমৃদ্ধ সারের ভর্তুকি হারে পরিবর্তন অনুমোদন করেছে

Posted On: 17 MAY 2023 3:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিভিন্ন পুষ্টি উপাদান, যেমন – নাইট্রোজেন, (এন), ফসফরাস (পি), পটাশ (কে), সালফার (এস) – এর জন্য ভর্তুকি ২০২২-২৩ রবি মরশুমে খরিফ শস্যের এনবিএস – এর হার সংস্কারের জন্য কেন্দ্রীয় সার দপ্তরের প্রস্তাব মঞ্জুর করেছে। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত রবি মরশুম এবং পয়লা এপ্রিল, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত খরিফ মরশুমের জন্য এই হার কার্যকর হবে।

ফসফরাস ও পটাশ সমৃদ্ধ সারের ক্ষেত্রে ভর্তুকির বিষয়টি এনডিএস প্রকল্পের আওতায় প্রদান করা হবে। সরকার কৃষকদের ভর্তুকি মূল্যে ২৫ ধরনের ফসফরাস ও পটাশ জাতীয় সার প্রদান করবে।

২০২৩ সালের খরিফ মরশুমের জন্য সরকারের তরফে ৩৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। কৃষকদের ভর্তুকি হারে উন্নত মানের পি অ্যান্ড কে সার প্রদানের বিষয়ে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার পরিচায়ক হ’ল এই সিদ্ধান্ত।

মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কৃষকদের ভর্তুকি হারে ডিএপি এবং অন্যান্য পি অ্যান্ড কে সার প্রদানে সহায়ক হবে।

 

PG/PM/SB



(Release ID: 1924868) Visitor Counter : 147