পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিবেশ সুরক্ষায় দেশের যুব শক্তিকে সামিল করতে ‘মেরি লাইফ’ অ্যাপের সূচনা করলেন পরিবেশ, অরণ্য ও জলবায়ু মন্ত্রী

प्रविष्टि तिथि: 15 MAY 2023 12:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মে, ২০২৩

 

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় দেশের যুবশক্তিকে সামিল করার উদ্দেশ্যে এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এই উপলক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলির মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব ‘মেরি লাইফ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন। সিওপি-২৬ এর আলাপ-আলোচনার মঞ্চে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্ভাবন প্রসূত LiFE কর্মসূচির অনুসরণে ‘মেরি লাইফ’ অর্থাৎ ‘আমার জীবন’ অ্যাপটি চালু করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানানো হয়েছে যে, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রাক্‌-প্রস্তুতি পর্বে এই অ্যাপটি চালু করা হ’ল পরিবেশ সংরক্ষণের কাজে দেশের যুব শক্তিকে উদ্বুদ্ধ করার জন্য।

এই উপলক্ষে শ্রী যাদব তাঁর বক্তব্যে জানিয়েছেন, পরিবেশ সুরক্ষার কাজে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ও যুবকদের অন্তর্নিহিত শক্তিকে তুলে ধরবে এই বিশেষ অ্যাপটি। এর মাধ্যমে প্রাত্যহিক জীবনের অতি সহজ ও সরল কয়েকটি অভ্যাস কিভাবে পরিবেশকে সুরক্ষিত রাখতে সাহায্য করে, তা সহজেই অনুভব ও উপলব্ধি করা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, LiFE (অর্থাৎ পরিবেশের স্বার্থে জীবনশৈলী) কর্মসূচিটির সূচনা করেন প্রধানমন্ত্রী ২০২২ সালের ২০ অক্টোবর গুজরাটের কেভাড়িয়ায়। প্রাত্যহিক জীবনের কয়েকটি সহজ ও সরল অভ্যাস পরিবেশ সুরক্ষার কাজে কতটা কার্যকর হতে পারে, তা তুলে ধরার জন্যই এই কর্মসূচিটি চালু করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন অঞ্চলের নাগরিকরা বিপুল সংখ্যায় প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সামিল হয়ে পরিবেশ সুরক্ষার কাজে উদ্যোগী হয়েছেন। পরিচ্ছন্নতা অভিযান, বাই সাইকেল র‍্যালি, বৃক্ষ রোপণ অভিযান, LiFE ম্যারাথন, বর্জ্য প্লাস্টিক সংগ্রহ অভিযান, বর্জ্যকে সারে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সংকল্প গ্রহণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে, এ সম্পর্কে সচেতনতারও প্রসার ঘটছে উল্লেখযোগ্যভাবে।

পরিবেশ সুরক্ষা সম্পর্কিত এই সচেতনতা অভিযান চলবে আগামী ৫ জুন পর্যন্ত। এ বছর পরিবেশ দিবস উদযাপনের বিশেষ থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে প্ল্যাস্টিক দূষণ সমস্যার সমাধান প্রচেষ্টাকে।

           

PG/SKD/SB


(रिलीज़ आईडी: 1924211) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Odia , Tamil , Telugu , Malayalam