ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

সিট বেল্ট অ্যালার্ম স্টপার ক্লিপ বিক্রির জন্য ৫টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে নির্দেশিকা জারি করলো কেন্দ্র


এই ক্লিপগুলি উপভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন ২০১৯ – এর সঙ্গে সাযুজ্যপূর্ণ নয় এবং গাড়ির যাত্রীদের জীবনের নিরাপত্তার ক্ষেত্রে উপযুক্ত নয়

১৩ হাজার ১১৮টি সিট বেল্ট অ্যালার্ম স্টপার ক্লিপ বিক্রয়যোগ্য পণ্যের অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হ’ল

Posted On: 12 MAY 2023 11:43AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২৩

 

উপভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন ২০১৯ – এর সংস্থান লঙ্ঘন করে গাড়ির সিট বেল্ট অ্যালার্ম স্টপার ক্লিপ বিক্রির জন্য ৫টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে নির্দেশিকা জারি করলো কেন্দ্র। এই ক্লিপগুলি যাত্রীর নিরাপত্তা রক্ষার প্রশ্নে উপযুক্ত নয়। কারণ, যাত্রীরা সিট বেল্ট না ব্যবহার করলে এই ক্লিপগুলি অ্যালার্মের শব্দ ঢেকে দেয়।

সিসিপিএ – এর মুখ্য কমিশনার শ্রীমতী নিধি খারে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, শপক্লুজ এবং মিশোফরের বিরুদ্ধে এই নির্দেশিকা জারি করেছেন।

কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের একটি চিঠি থেকে এইসব সিট বেল্ট অ্যালার্ম স্টপার ক্লিপ বিক্রির বিষয়টি সিসিপিএ – এ জানতে পারে। ঐ চিঠিতে এই ধরনের সরঞ্জাম বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া, ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর যান বিধির ১৩৮ ধারানুযায়ী গাড়ির যাত্রীদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক। কিন্তু তা সত্ত্বেও অনলাইনে ঐসব সরঞ্জাম বিক্রি চলছিল, যা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট বিপজ্জনক।

উল্লেখ্য, যাত্রীরা সিট বেল্ট না ব্যবহার করলে গাড়ি দুর্ঘটাগ্রস্ত হলে বিমার টাকা পেতেও অসুবিধা হয়। সেক্ষেত্রে বিমা সংস্থাগুলি সিট বেল্ট ব্যবহার না করার কারণ দেখিয়ে মুখ ফিরিয়ে থাকতে পারে। অন্যদিকে, সিট বেল্ট ব্যবহার করলে দুর্ঘটনার সময় এয়ার ব্যাগ যাত্রীদের আঘাত অনেকগুণ কমিয়ে দেয়।

যাত্রীদের নিরাপত্তা রক্ষা সিসিপিএ – এর শীর্ষ অগ্রাধিকার। সেজন্য সিসিপিএ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং তার রিপোর্টের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে সিট বেল্ট অ্যালার্ম স্টপার বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। যেসব বিক্রেতা এইসব সরঞ্জাম বিক্রি করছেন, তাঁদের সম্পর্কেও জানতে চায় সিসিপিএ। তাদের নির্দেশের উপর ভিত্তি করেই ই-কমার্স প্ল্যাটফর্মগুলির বিক্রয়যোগ্য পণ্যের তালিকা থেকে ১৩ হাজার ১১৮টি সিট বেল্ট অ্যালার্ম স্টপারকে বাদ দেওয়া হয়েছে।

পরিসংখ্যানের প্রকাশ যে, সিট বেল্ট না পরার কারণে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় ১৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এদের মধ্যে ৮ হাজার ৪৩৮ জন ছিলেন গাড়ির চালক। সিট বেল্ট না পরায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৩৯ হাজার ২৩১ জন। দেখা যাচ্ছে যে, হতাহতদের এক-তৃতীয়াংশেরও বেশি ১৮ থেকে ৪৫ বছর বয়সী।

গাড়ির সিট বেল্ট অ্যালার্ম স্টপার বিক্রি বন্ধের জন্য সিসিপিএ সব রাজ্যের মুখ্যসচিব, জেলাশাসক এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে। এই কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়েও রিপোর্ট চেয়েছে সিসিপিএ।

           

PG/AC/SB



(Release ID: 1923718) Visitor Counter : 86