প্রধানমন্ত্রীরদপ্তর
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির পর্যালোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব
Posted On:
19 APR 2023 6:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২৩
সাম্প্রতিককালে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব ডঃ পি কে মিশ্র কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। স্বাস্থ্য পরিকাঠামো, পরিবহণ, ওষুধপত্র, টিকাকরণ অভিযান ইত্যাদির প্রস্তুতি নিয়ে তিনি আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের সঙ্গে। কোভিড-১৯ পরিস্থিতির মোকাবিলায় যাবতীয় প্রস্তুতির কাজ সেরে ফেলা সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা, নীতি আয়োগের সদস্য ডঃ বিনোদ পল, কেন্দ্রীয় অর্থ সচিব শ্রী পি ভি সোমনাথন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শ্রী রাজেশ ভূষণ, ফার্মাসিউটিক্যাল দপ্তরের সচিব শ্রীমতী এস অপর্ণা, অসামরিক বিমান পরিবহণ সচিব শ্রী রাজীব বনসল, আয়ুষ সচিব শ্রী রাজেশ কোটেচা, ডিএইচআর সচিব তথা আইসিএমআর – এর অধিকর্তা শ্রী রাজীব বহল, জীব প্রযুক্তি দপ্তরের সচিব শ্রী রাজেশ এস গোখেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী অপূর্ব চন্দ্র।
বৈঠকে বিশ্বের কোভিড-১৯ পরিস্থিতির বিষয়ে একটি উপস্থাপনা পেশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শ্রী রাজেশ ভূষণ। তিনি জানান, দেশে বর্তমানে কেরল, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাডু, কর্ণাটক ও রাজস্থান – এই ৮টি রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ক্ষেত্রে পজিটিভিটির হার হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার ঘটনার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পরিস্থিতির সার্বিক মোকাবিলায় টিকাকরণ অভিযানকে আরও জোরদার করে তোলার উপরও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে, সারা দেশে ব্যবহারিক পরিকাঠামো ঠিক মতো কাজ করছে কিনা, সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মক ড্রিলেরও ব্যবস্থা করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
স্বাস্থ্য সচিব তাঁর বক্তব্যে রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিভিন্ন রাজ্যে কোভিড ভ্যাকসিন ডোজ যাতে নাগরিকরা সম্পূর্ণ করেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। বেসরকারি হাসপাতালগুলিতেও টিকাকরণ অভিযানে পুনরায় সামিল করার পরামর্শ দেওয়া হয় এদিনের বৈঠকে।
বিস্তারিত উপস্থাপনা ও আলোচনার শেষে ডঃ পি কে মিশ্র বলেন যে, স্থানীয়ভাবে কোভিড পরিস্থিতির মোকাবিলায় পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো বিভিন্ন রাজ্যে রয়েছে কিনা, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া প্রয়োজন। জেলা ও মহকুমা পর্যায়ে স্বাস্থ্য পরিকাঠামোকে কাজে লাগানোর জন্য রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া যেতে পারে বলে বৈঠকে মতপ্রকাশ করা হয়।
ডঃ পি কে মিশ্র বলেন, ৫ দফা কৌশল সূত্রের উপর নির্ভর করে পরিস্থিতির মোকাবিলা করা প্রয়োজন। এই ৫টি সূত্র হ’ল – পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা, টিকাকরণ এবং আচরণগত পরিবর্তন। তিনি সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের পরামর্শ দেন কোভিড-১৯ পরিস্থিতির উপর বিশেষ নজর রাখার জন্য।
PG/SKD/SB
(Release ID: 1918030)
Visitor Counter : 140
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam