রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি সিমলায় : মাসোব্রা-তে রাষ্ট্রপতি নিবাসের টিউলিপ বাগানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন
प्रविष्टि तिथि:
18 APR 2023 3:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২৩
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু হিমাচল প্রদেশের মাসোব্রায় আজ (১৮ এপ্রিল, ২০২৩) রাষ্ট্রপতি নিবাসের টিউলিপ বাগানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
২৩ এপ্রিল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই টিউলিপ বাগান। এছাড়া, রাষ্ট্রপতি নিবাসের মূল ভবনটিও ঘুরে দেখতে পারবেন জনগণ। এই টিউলিপ বাগানে স্ট্রং গোল্ড, ডেনমার্ক, ভেলমার্ক, জাম্বোপিঙ্ক এবং ল্যাপটপ প্রজাতির টিউলিপের বিপুল সম্ভার রয়েছে।
PG/PM/DM
(रिलीज़ आईडी: 1917857)
आगंतुक पटल : 126