প্রধানমন্ত্রীরদপ্তর

তামিলনাড়ুর চেন্নাইয়ে প্রধানমন্ত্রী চেন্নাই বিমান বন্দরের নতুন সুসংহত টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন

Posted On: 08 APR 2023 6:12PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৮ এপ্রিল, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে চেন্নাই বিমান বন্দরের নতুন সুসংহত টার্মিনাল ভবনের ফেজ ওয়ান-এর উদ্বোধন করেছেন। তিনি নতুন এই ভবনটি ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;

“চেন্নাই বিমান বন্দরের নতুন সুসংহত টার্মিনালটি এই শহর এবং তামিলনাড়ুবাসীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই টার্মিনাল ভবনটি তামিলনাড়ুর সমৃদ্ধ সংস্কৃতির প্রতিফলক।”

১২৬০ কোটি টাকার বেশি মূল্যে তৈরি এই নতুন টার্মিনাল ভবনটি প্রতি বছর ৩ কোটি যাত্রী পরিবহণ করতে পারবে। এই টার্মিনালটি স্থানীয় তামিল সংস্কৃতির বিশেষ প্রতিবিম্ব হয়ে উঠেছে। শাড়ি, মন্দির সহ অন্যান্য ঐতিহ্যবাহী বিশিষ্ট সামগ্রী এখানে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবি, তামিলনাড়ু মুখ্যমন্ত্রী শ্রী এম কে স্তালিন, অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মৎস্য প্রতিপালন এবং পশু পালন ও ডেয়ারী বিষয়ক মন্ত্রী তথা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শ্রী এল মুরুগান উপস্থিত ছিলেন।

PG/PM/NS



(Release ID: 1915925) Visitor Counter : 144