প্রধানমন্ত্রীরদপ্তর

২০২২-২৩ বর্ষে রেকর্ড উৎপাদনের জন্য সেইল-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 02 APR 2023 9:12AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ এপ্রিল,২০২৩

 

২০২২-২৩ বর্ষে গরম ধাতু ও অপরিশোধিত ইস্পাত উৎপাদনে সর্বকালীন রেকর্ড করায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেইল)-এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এ বছর ১৯৪.০৯ লক্ষ টন গরম ধাতু এবং ১৮২.৮৯ লক্ষ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে অনেকটাই, যা যথাক্রমে হল ৩.৫ শতাংশ এবং ৫.৩ শতাংশ। 

প্রধানমন্ত্রী বলেন, এ থেকে এটি প্রমাণিত হয় যে ভারত প্রতি ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :

“এই চমৎকার সাফল্যের জন্য অনেক অভিনন্দন! সেইল-এর এই উৎপাদন আমাদের এটিই প্রমাণ করে যে কেবলমাত্র ইস্পাত নয়, সবক্ষেত্রেই দেশ আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।”

 

PG/PM/DM/



(Release ID: 1913639) Visitor Counter : 96