প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী বক্সার লভলীনা বরগোঁহাই-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 26 MAR 2023 9:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করায় বক্সার লভলীনা বরগোঁহাই-কে অভিনন্দন জানিয়েছেন।  

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “অভিনন্দন @LovlinaBorgohai-কে বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় দুর্দান্ত ফলাফলের জন্য। তিনি তাঁর অসামান্য দক্ষতা প্রদর্শন করেছেন। ভারত তাঁর এই স্বর্ণ পদক জয়ে আনন্দিত”।  

 

PG/PM/SB


(Release ID: 1913156) Visitor Counter : 135