প্রধানমন্ত্রীরদপ্তর
কলবুর্গিতে পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্কের জন্য কর্ণাটকবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
प्रविष्टि तिथि:
28 MAR 2023 5:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলবুর্গিতে পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার জন্য কর্ণাটকবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযুষ গোয়েলের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;
“কলবুর্গিতে পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার জন্য কর্ণাটকের বোন ও ভাইদের অভিনন্দন জানাই। এই পার্কটি কর্ণাটকের ঐতিহ্যশালী বস্ত্রশিল্পকে সংরক্ষণ করবে এবং কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলবে।”
লোকসভার সাংসদ ডঃ উমেশ জি যাদবের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, মেগা টেক্সটাইল পার্কের মাধ্যমে দেশের বস্ত্র শিল্পের বৈচিত্র্য এবং তার সম্ভাবনা সারা বিশ্বের কাছে প্রদর্শিত হবে।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন;
“কর্ণাটক, বিশেষত কলবুর্গির জন্য এটি গুরুত্বপূর্ণ দিন। এই বস্ত্র পার্কের মধ্য দিয়ে সারা বিশ্ব ভারতের বস্ত্র শিল্পের বৈচিত্র্য এবং আমাদের জনসাধারণের সৃজনশীলতার পরিচয় পাবে। #PragatiKaPMMitra”
PG/PM/NS
(रिलीज़ आईडी: 1911574)
आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam