প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিহার দিবস উপলক্ষে বিহারের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 22 MAR 2023 8:42AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২২  মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহার দিবস উপলক্ষে বিহারের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিহার তার সমৃদ্ধ ইতিহাস ও প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত। বিহারের জনগণ সর্ব অর্থেই জাতীয় জীবনে বিশেষ অবদান রাখছেন এবং তাদের কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে বিশেষ পরিচিতি তৈরি করছেন।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;

“বিহার দিবস উপলক্ষে এই রাজ্যের ভাও ও বোনেদের অনেক অনেক শুভেচ্ছা। সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত বিহারের জনগণ দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। নিজেদের কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে বিশেষ পরিচিতিও তৈরি করে চলেছেন।”

PG/PM/NS


(रिलीज़ आईडी: 1909617) आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam