প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের উদ্বোধন করেছেন

ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আইবিএফপি দ্বিতীয় জ্বালানী বহনকারী পাইপ লাইন

বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দু-দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে

Posted On: 18 MAR 2023 6:03PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৮  মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যৌথভাবে  ভার্চুয়ালি ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনের উদ্বোধন করেছেন। দুই প্রধানমন্ত্রী ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের শিলান্যাস করেন। নুমালিগড় রিফাইনারি লিমিটেড ২০১৫ সাল থেকে বাংলাদেশকে বিভিন্ন পেট্রোলিয়ামজাত সামগ্রী সরবরাহ করে থাকে। ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আইবিএফপি দ্বিতীয় জ্বালানী বহনকারী পাইপ লাইন।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে বিদ্যুৎ এবং জ্বালানী ক্ষেত্রে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। আইবিএফপি দু-দেশের মধ্যে জ্বালানী সরবরাহকারী প্রথম পাইপ লাইন।  এই পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশকে প্রতি বছর ১০ লক্ষ মেট্রিক টন উন্নতমানের ডিজেল সরবরাহ করা যাবে। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দু-দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।  

বাংলাদেশ ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ উন্নয়নের অংশীদার। এই অঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদারও বাংলাদেশ। মৈত্রী পাইপ লাইনের সূচনার ফলে উভয় দেশের মধ্যে জ্বালানী ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। ফলস্বরূপ বাংলাদেশে উন্নয়ন ত্বরান্বিত হবে। কৃষিক্ষেত্রও এই পাইপ লাইনের ফলে বিশেষভাবে উপকৃত হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রকল্পে নিরন্তর পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। দু-দেশের জনসাধারণের কল্যাণে তাঁরা একসঙ্গে কাজ করবেন বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেছেন।

PG/CB/NS



(Release ID: 1908705) Visitor Counter : 144