প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উত্তর প্রদেশে আয়োজিত রোজগার মেলা ৯ হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলবে


উত্তর প্রদেশবাসীর মনে জাগিয়ে তুলবে নিরাপত্তা বোধের এক বিশেষ অনুভূতি

উত্তর প্রদেশে আয়োজিত এক রোজগার মেলায় ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

Posted On: 26 FEB 2023 12:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

 

নিরাপত্তা ও কর্মসংস্থানের মিলিত শক্তি উত্তর প্রদেশের অর্থনীতিতে নতুন জোয়ার এনে দিয়েছে।

আজ উত্তর প্রদেশে আয়োজিত রোজগার মেলা উপলক্ষে ভিডিও-র মঞ্চে উপস্থিত থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজকের রোজগার মেলায় যে সমস্ত তরুণ ও যুবকদের হাতে কাজে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র তুলে দেওয়া হ’ল, তা ৯ হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলবে।

শ্রী মোদী বলেন, উত্তর প্রদেশ পুলিশ বাহিনীতে এই নিয়োগ প্রচেষ্টা রাজ্য পুলিশ বাহিনীর শক্তিকে আরও জোরদার করে তুলবে বলেই তাঁর বিশ্বাস। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশ বাহিনীর একটি মাত্র দপ্তরেই দেড় লক্ষেরও বেশি নতুন নিয়োগ বাস্তবায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। নবনিযুক্তদের উদ্দেশে এক বিশেষ বার্তায় তিনি বলেন, কর্ম ক্ষেত্রে যোগদানের অর্থ দায়িত্বশীলতার সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করা। এজন্য নিযুক্ত তরুণ ও যুবকদের তিনি জ্ঞান আহরণের মাধ্যমে এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে নবনিযুক্তদের হাতে একটি করে ব্যাটন তুলে দেওয়া হচ্ছে, একথা সত্যি। কিন্তু, তাঁদের সকলেরই রয়েছে ঈশ্বর প্রদত্ত এক বিশেষ উপহার, যা হৃদয় নামে পরিচিত। সুতরাং, হৃদয়বত্তার সাহায্যে নবনিযুক্তদের তিনি আরও সংবেদনশীল হয়ে ওঠার আহ্বান জানান। তাঁদের জন্য যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, তাতে সংবেদনশীলতা বৃদ্ধি এবং সেইসঙ্গে সাইবার ক্রাইম ও ফরেনসিক বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশিক্ষিত করে তোলা হবে। এর সুবাদে পুলিশ বাহিনীও সার্বিকভাবে হয়ে উঠবে যথেষ্ট দক্ষ ও তৎপর।

পরিশেষে প্রধানমন্ত্রী নিযুক্ত তরুণ ও যুবকদের সমাজের প্রতি দায়িত্বশীলতার কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তাঁদের মধ্যে সেবা ও শক্তির এক বিশেষ প্রতিফলন ঘটতে চলেছে, যা নাগরিকদের মধ্যে নিরাপত্তার এক বিশেষ বাতাবরণ গড়ে তোলার কাজে সফল হবে বলেই তিনি মনে করেন।

 

PG/SKD/SB


(Release ID: 1902852) Visitor Counter : 157