যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
ভবিষ্যতের পথে গণতন্ত্র এবং পরিচালন ব্যবস্থায় যুব সম্প্রদায় এই বিষয় নিয়ে নতুন দিল্লিতে জি-২০-র অনুর্ধ্ব ওয়াই-২০ নিয়োগ গোষ্ঠীর চিন্তা উদ্দীপক অধিবেশন আগামীকাল
प्रविष्टि तिथि:
21 FEB 2023 11:28AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
গণতন্ত্র এবং পরিচালন ব্যবস্থায় যুবশক্তির ওপর আলোকপাত করতে শ্রীরাম কলেজ অফ কমার্স -এর অফিস অফ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সঙ্গে একযোগে ২২ ফেব্রুয়ারি এক চিন্তা উদ্দীপক অধিবেশনের আয়োজন করেছে। এই কর্মশালা জি-২০-র সামগ্রিক পরিকাঠামোর অধীন ইয়ুথ-২০ নিয়োগ গোষ্ঠীর কর্মধারার অঙ্গস্বরূপ। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন যুব বিষয়ক দপ্তরের সচিব শ্রীমতী মিতা রাজীবলোচন এই অধিবেশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
এই কর্মশালার তিনটি মূল বিষয় হল – ‘ডিজিটাল ভারত’, ‘ছাত্র-কেন্দ্রিক পরিচালন’ এবং ‘নীতিক্ষেত্র’। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির উদ্যোগপতিরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া এই কলেজের প্রাক্তনীরা ভার্চ্যুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত হবেন।
এই অধিবেশন থেকে যে অন্তর্দৃষ্টিমূলক বিভিন্ন দিক ফুটে উঠবে তা একটি প্রতিবেদনে তুলে ধরা হবে।
PG/AB/DM/
(रिलीज़ आईडी: 1901167)
आगंतुक पटल : 167