প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের ধানবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে সমবেদনা জানিয়েছেন

পিএমএনআরএফ থেকে অনুদান ঘোষণা করেছেন

Posted On: 31 JAN 2023 11:45PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের ধানবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর দুঃখপ্রকাশ করেছেন।


প্রধানমন্ত্রী মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।


প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করে বলা হয়েছে :


“ধানবাদে আগুনে মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত। যাঁরা তাঁদের নিকটাত্মীয়কে হারিয়েছেন তাঁদের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। : @narendramodi।”


“পিএমএনআরএফ থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে : পিএম @narendramodi।”

PG/AP/DM




(Release ID: 1895747) Visitor Counter : 128