প্রধানমন্ত্রীরদপ্তর
জি-২০-তে ভারতের সভাপতিত্বে তাদের সমর্থনের জন্য বিশ্ব নেতৃত্বকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ
Posted On:
05 DEC 2022 9:02AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর ২০২২
জি-২০-তে ভারতের সভাপতিত্বে তাঁর সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ-কে ধন্যবাদ জানান। ফরাসী রাষ্ট্রপতির এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন –
“ধন্যবাদ বন্ধু @EmmanuelMacron! সারা বিশ্বে মানবতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য যেহেতু আমরা কাজ করি, ভারতের জি-২০ সভাপতিত্বকালে আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে আলোচনার দিকে আমি তাকিয়ে রয়েছি।”
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-র ধন্যবাদজ্ঞাপক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী শ্রী মোদী ট্যুইট করে বলেন –
“আপনার সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নতিকল্পে জাপানের প্রভূত অবদান রয়েছে এবং আমি স্থির নিশ্চিত যে বিভিন্ন ক্ষেত্রে জাপানের সাফল্য থেকে বিশ্ব নিরন্তর শিক্ষা নেবে। @kishida230”
ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর শুভেচ্ছার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর সদয় বার্তার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান এবং ট্যুইট করে বলেন –
“মিঃ@sanchezcastejon, আপনার সদয় বার্তার জন্য কৃতজ্ঞতা জানাই। আগামী প্রজন্মকে উন্নত বিশ্ব উপহার দিতে বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলির নিরসনে যৌথভাবে কাজ করার আপনার মতামতকে পূর্ণ সমর্থন করি।”
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল-এর ধন্যবাদজ্ঞাপক বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান এবং ট্যুইট করে বলেন –
“ধন্যবাদ মিঃ @CharlesMichel। বিশ্বের অধিক উন্নতির স্বার্থে আমরা যেহেতু যৌথভাবে কাজ করি, তাই আপনার সক্রিয় অংশগ্রহণের দিকে তাকিয়ে রয়েছি।”
ভারতের জি-২০-র সভাপতিত্বে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
মার্কিন রাষ্ট্রপতির ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন –
“ধন্যবাদ@POTUS। আপনার মূল্যবান সমর্থন জি-২০-তে ভারতের সভাপতিত্বের শক্তির অঙ্গ হয়ে উঠবে। উন্নত পৃথিবী গড়ে তুলতে আমাদের একযোগে কাজ করা গুরুত্বপূর্ণ।”
PG/AB/DM
(Release ID: 1880947)
Visitor Counter : 186
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam