অর্থমন্ত্রক

পশ্চিমবঙ্গ গত বছরের নভেম্বরের তুলনায় এ বছর একই সময়ে জিএসটি থেকে ৭ শতাংশ বেশি রাজস্ব সংগ্রহ করেছে

গত বছরের নভেম্বরের তুলনায় এ বছর একই সময়ে জিএসটি সংগ্রহ ১১ শতাংশ বেড়ে হয়েছে ১,৪৫,৮৬৭ কোটি টাকা

Posted On: 01 DEC 2022 3:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ডিসেম্বর ২০২২

নভেম্বর মাসে পণ্য পরিষেবা কর জিএসটি আদায় হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বেশি। অর্থ মন্ত্রক সুত্রে জানানো হয়েছে গত বছর নভেম্বর মাসের তুলনায় এই পরিমাণ ১১ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।

পশ্চিমবঙ্গে গত বছর নভেম্বর মাসে জিএসটি আদায় হয়েছিল ৪,০৮৩ কোটি টাকা। এ বছর নভেম্বরে তা ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪,৩৭১ কোটি টাকা। গত বছরের নভেম্বরের নিরিখে ত্রিপুরায় জিএসটি আদায় এবছর তিন শতাংশ বেড়ে হয়েছে ৬০ কোটি টাকা। আগের বছর এই পরিমাণ ছিল ৫৮ কোটি টাকা। আসামে গত বছর নভেম্বরে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ৯৯২ কোটি টাকা। এ বছর তা হয়েছে ১,০৮০ কোটি টাকা — ৯ শতাংশ বেশি।

নভেম্বর মাসে মোট জিএসটি-র মধ্যে সিজিএসটি-র পরিমাণ ছিল ২৫,৬৮১ কোটি টাকা, এসজিএসটি-র পরিমাণ ৩২,৬৫১ কোটি টাকা ও আইজিএসটি-র পরিমাণ ৭৭,১০৩ কোটি টাকা। আইজিএসটি-র মধ্যে আমদানি করা পণ্যসামগ্রী থেকে ৩৮,৬৩৫ কোটি টাকা রয়েছে। এছাড়াও, সেস বাবদ আদায় হয়েছে ১০,৪৩৩ কোটি টাকা।

আইজিএসটি থেকে প্রাপ্ত রাজস্বের মধ্যে সিজিএসটি-কে দেওয়া হয়েছে ৩৩,৯৯৭ কোটি টাকা আর এসজিএসটি পেয়েছে ২৮,৫৩৮ কোটি টাকা। অর্থাৎ, নভেম্বর মাসে কেন্দ্র জিএসটি থেকে ৫৯,৬৭৮ কোটি টাকা পেয়েছে আর রাজ্যগুলির জন্য এসজিএসটি বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ ৬১,১৮৯ কোটি টাকা। এছাড়াও, জিএসটি কম আদায়ের কারণে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্র ১৭ হাজার কোটি টাকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে।

 
PG/CB/DM



(Release ID: 1880451) Visitor Counter : 144