সারওরসায়নমন্ত্রক

দেশে রবি মরশুমে কৃষি কাজের জন্য যষেষ্ট পরিমান সার রয়েছে

Posted On: 18 NOV 2022 11:48AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮  নভেম্বর, ২০২২

 

এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে তামিলনাড়ুর ত্রিচি এবং রাজস্থানে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। এই ধরনের প্রতিবেদন ভিত্তিহীন। রবি মরশুমে যথেষ্ট পরিমান সারের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র প্রতিটি রাজ্যকে সংশ্লিষ্ট রাজ্যের চাহিদা অনুয়ায়ী সার সরবরাহ করে। রাজ্যের বিভিন্ন জেলায় সেই সারের যথাযথ বন্টনের দায়িত্ব রাজ্য সরকারের। 

দেশজুড়ে সারের প্রাপ্যতার বিষয়ে কিছু তথ্য:

ইউরিয়া : ২০২২-২৩ রবি মরশুমে ভারতে প্রায় ১৮০.১৮ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার প্রয়োজন দেখা দেবে বলে ধারনা করা হচ্ছে। ১৬ নভেম্বর পর্যন্ত এই সারের আনুপাতিক চাহিদা ৫০.৪ লক্ষ মেট্রিক টন। সার দপ্তর এরজন্য ৯২.৫৪ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারের ব্যবস্থা করেছে। ইতোমধ্যেই ৩৮.৪৩ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার বিক্রি হয়েছে। এছাড়াও রাজ্যগুলির কাছে ৫৪.১১ লক্ষ মেট্রিক টন ইউরিয়া রয়েছে। দেশের বিভিন্ন ইউরিয়া সার উৎপাদন কারখানায় ১.০৫ লক্ষ মেট্রিক টন সার রয়েছে। পাশাপাশি বিভিন্ন বন্দরে আরও আমদানী করা ৫.০৩ লক্ষ ইউরিয়া সার মজুত রয়েছে। 

ডিএপি : ২০২২-২৩ রবি মরশুমে ভারতে প্রায় ৫৫.৩৮ লক্ষ মেট্রিক টন ডিএপি-র প্রয়োজন দেখা দেবে বলে ধারনা করা হচ্ছে। ১৬ নভেম্বর পর্যন্ত এই সারের আনুপাতিক চাহিদা ২৬.৯৮ লক্ষ মেট্রিক টন। সার দপ্তর এরজন্য ৩৬.৯ লক্ষ মেট্রিক টন ডিএপি সারের ব্যবস্থা করেছে। ইতোমধ্যেই ২৪.৫৭ লক্ষ মেট্রিক টন ডিএপি সার বিক্রি হয়েছে। এছাড়াও রাজ্যগুলির কাছে ১২.৩৩ লক্ষ মেট্রিক টন ডিএপি সার রয়েছে। দেশের বিভিন্ন ডিএপি সার উৎপাদন কারখানায় ০.৫১ লক্ষ মেট্রিক টন সার রয়েছে। পাশাপাশি বিভিন্ন বন্দরে আরও আমদানী করা ৪.৫১ লক্ষ ডিএপি সার মজুত রয়েছে। 

এমওপি : ২০২২-২৩ রবি মরশুমে ভারতে প্রায় ১৪.৩৫ লক্ষ মেট্রিক টন এমওপি-র প্রয়োজন দেখা দেবে বলে ধারনা করা হচ্ছে। ১৬ নভেম্বর পর্যন্ত এই সারের আনুপাতিক চাহিদা ৫.২৮ লক্ষ মেট্রিক টন। সার দপ্তর এরজন্য ৮.০৪ লক্ষ মেট্রিক টন এমওপি সারের ব্যবস্থা করেছে। ইতোমধ্যেই ৩.০১ লক্ষ মেট্রিক টন এমওপি বা  পটাশ সার বিক্রি হয়েছে। এছাড়াও রাজ্যগুলির কাছে ৫.০৩ লক্ষ মেট্রিক টন এমওপি সার রয়েছে। পাশাপাশি বিভিন্ন বন্দরে আরও আমদানী করা ১.১৭ লক্ষ এমওপি সার মজুত রয়েছে।

এনপিকেএস : ২০২২-২৩ রবি মরশুমে ভারতে প্রায় ৫৬.৫৭ লক্ষ মেট্রিক টন এনপিকেএস-র প্রয়োজন দেখা দেবে বলে ধারনা করা হচ্ছে। ১৬ নভেম্বর পর্যন্ত এই সারের আনুপাতিক চাহিদা ২০.১২ লক্ষ মেট্রিক টন। সার দপ্তর এরজন্য ৪০.৭৬ লক্ষ মেট্রিক টন এনপিকেএস সারের ব্যবস্থা করেছে। ইতোমধ্যেই ১৫.৯৯ লক্ষ মেট্রিক টন এনপিকেএস সার বিক্রি হয়েছে। এছাড়াও রাজ্যগুলির কাছে ২৪.৭৭ লক্ষ মেট্রিক টন এনপিকেএস সার রয়েছে। দেশের বিভিন্ন এনপিকেএস সার উৎপাদন কারখানায় ১.২৪ লক্ষ মেট্রিক টন সার রয়েছে। এছাড়াও বিভিন্ন বন্দরে আরও আমদানী করা ২.৯৩ লক্ষ এনপিকেএস সার মজুত রয়েছে।

এসএসপি : ২০২২-২৩ রবি মরশুমে ভারতে প্রায় ৩৩.৬৪ লক্ষ মেট্রিক টন এসএসপি-র প্রয়োজন দেখা দেবে বলে ধারনা করা হচ্ছে। ১৬ নভেম্বর পর্যন্ত এই সারের আনুপাতিক চাহিদা ১৪.০৫ লক্ষ মেট্রিক টন। সার দপ্তর এরজন্য ২৪.৭৯ লক্ষ মেট্রিক টন এসএসপি বা সিঙ্গল সুপার ফসফেট সারের ব্যবস্থা করেছে। ইতোমধ্যেই ৯.২৫ লক্ষ মেট্রিক টন এসএসপি সার বিক্রি হয়েছে। এছাড়াও রাজ্যগুলির কাছে ১৫.৫৪ লক্ষ মেট্রিক টন এসএসপি সার রয়েছে। দেশের বিভিন্ন এসএসপি সার উৎপাদন কারখানায় ১.৬৫ লক্ষ মেট্রিক টন সার রয়েছে। 

তাই দেশজুড়ে রবি শস্যের চাহিদা অনুযায়ী ইউরিয়া, ডিএপি, এমওপি, এনপিকেএস ও এসএসপি সারের যোগান পর্যাপ্ত রয়েছে।


PG/CB/NS



(Release ID: 1877059) Visitor Counter : 142