কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

২০২২-২৩ রবি মরশুমের ১ অক্টোবর ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ সময়কালের জন্য ফসফেট ও পটাশ সারের মূল্যে মোট কেন্দ্রীয় ভর্তুকি সহায়তা ৫১,৮৭৫ কোটি টাকা - সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 02 NOV 2022 3:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ নভেম্বর ২০২২

 

নাইট্রোজেন (এন), ফসফরাস (পি), পটাশ (কে) এবং সালফার (এস) – এই সমস্ত উপাদান-ভিত্তিক সারের কিলোগ্রাম প্রতি দরের ক্ষেত্রে মোট ৫১,৮৭৫ কোটি টাকার ভর্তুকি সহায়তা অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২২-২৩-এর রবি মরশুমের ১ অক্টোবর ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়কালের জন্য এই ভর্তুকি সহায়তা মঞ্জুর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে স্থির হয়েছে যে ২০২২-২৩-এর রবি মরশুমের ঐ নির্দিষ্ট সময়কাল পর্যন্ত নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং সালফার উপাদান-ভিত্তিক সারের কিলোগ্রাম প্রতি মূল্য নির্দিষ্ট হবে যথাক্রমে ৯৮.০২, ৬৩.৯৩, ২৩.৬৫ এবং ৬.১২ টাকা।

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে রবি মরশুমে কৃষকদের কাছে এই সমস্ত উপাদান-ভিত্তিক সারের যোগান আরও সুলভ হয়ে উঠবে। তাতে সার্বিকভাবে লাভবান হবে দেশের কৃষিক্ষেত্রটি।

 

PG/SKD/DM/


(Release ID: 1873186) Visitor Counter : 181