প্রধানমন্ত্রীরদপ্তর
গুজরাট রোজগার মেলায় প্রধানমন্ত্রী ভাষণ দিলেন
এক বছরে ৩৫ হাজার পদ পূর্ণ করার লক্ষ্য নিয়েছে গুজরাট
কেন্দ্রীয় সরকার ১০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে
Posted On:
29 OCT 2022 12:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর ২০২২
ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাট রোজগার মেলায় আজ ভাষণ দেন।
বিভিন্ন পদে কয়েক হাজার তরুণ চাকরিপ্রার্থী যাঁরা নিয়োগপত্র পেয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের সাধুবাদ জানান। ধনতেরাসের শুভদিনে জাতীয় স্তরে রোজগার মেলার সূচনা করা হয়েছে জানিয়ে শ্রী মোদী বলেন, ৭৫ হাজার প্রার্থীকে সেখানে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ধনতেরাসের দিন প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অনুরূপ রোজগার মেলা আয়োজন করা হবে। তিনি বলেন, গুজরাট দ্রুততার সঙ্গে সেই লক্ষ্যে এগিয়েছে এবং আজ গুজরাট পঞ্চায়েত পরিষেবা পর্ষদে ৫ হাজার প্রার্থী এবং গুজরাট সাব-ইন্সপেক্টর নিয়োগ পর্ষদে এবং লোকরক্ষক নিয়োগ পর্ষদে ৮ হাজার প্রার্থী তাঁদের নিয়োগপত্র পাচ্ছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতৃত্বাধীন টিমকে এ ব্যাপারে দ্রুত সাড়া দেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন তিনি। শ্রী মোদী বলেন, সাম্প্রতিক সময়ে গুজরাটে ১০ হাজার তরুণ চাকরিপ্রার্থী নিয়োগপত্র পেয়েছেন এবং আগামী এক বছরের মধ্যে ৩৫ হাজার শূন্যপদ পূরণেরও লক্ষ্য রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী গুজরাটে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বনিযুক্তির সম্ভাবনার ক্ষেত্র তৈরির জন্য রাজ্যে নতুন শিল্পনীতির সপ্রশংস উল্লেখ করেন। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা লোপ এবং ওজাস-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের প্রশংসা করেন তিনি। ‘অনুবন্ধম’ মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টালের মাধ্যমে কর্মদাতা এবং কর্মগ্রহীতাদের মধ্যে একটা সুচারু সমন্বয় তৈরি হচ্ছে বলে জানান শ্রী মোদী। গুজরাট পাবলিক সার্ভিস কমিশনের দ্রুত নিয়োগের মডেল জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে।
শ্রী মোদী বলেন, এই ধরনের রোজগার মেলা আগামী মাসগুলিতে রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে আয়োজন করা হবে। যেভাবে কেন্দ্রীয় সরকার ১০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে, সেই অভিযানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যোগ দিলে তা আরও বেশি গতি পাবে বলে তিনি জানান। তিনি বলেন, এর ফলে একেবারে প্রান্তিক মানুষের কাছেও এই অভিযানকে পৌঁছে দেওয়া যাবে এবং সরকারি প্রকল্পগুলি সার্বিকভাবে জনগণের কাছে পৌঁছতে পারবে।
২০৪৭ সালের মধ্যে ভারতের উন্নত রাষ্ট্রের মর্যাদা অর্জনের লক্ষ্যে যব সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ এবং দেশের প্রতি তাদের দায়িত্ব পূরণ করতে হবে। তিনি যুব সম্প্রদায়ের উদ্দেশে আরও বলেন, কেবল কাজ পেয়েই ক্ষান্ত হলেই চলবে না, বরং ব্যক্তিগত সক্ষমতার প্রয়োজনে ক্রমাগত শিক্ষা এবং দক্ষতার উন্নয়ন ঘটিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী এই বলে শেষ করেন যে “আপনাদের সামনে অনেক দরজা উন্মুক্ত হয়ে যাবে। নিষ্ঠার সঙ্গে কাজ আপনাদেরকে কেবলমাত্র অনুচ্চারিত তৃপ্তিই দেবে না, বরং প্রগতি এবং সমৃদ্ধির নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করবে।”
PG/AB/DM
(Release ID: 1872777)
Visitor Counter : 167
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam