প্রধানমন্ত্রীরদপ্তর

বাহরিনে সরকারি সফরে ‘দ্য কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁস’ সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রীর ভাষণ

Posted On: 24 AUG 2019 3:02PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ২৪ আগস্ট, ২০১৯

 

মাননীয় বাহরিনের রাজার দেওয়া ‘দ্য কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁস’ সম্মান লাভ করে আমি নিজেকে সম্মানিত ও সৌভাগ্যবান বোধ করছি। আমাদের দেশ এবং আমার প্রতি আপনার বন্ধুত্বে আমি অনুরূপভাবে সম্মানিত।

১৩০ কোটি ভারতীয়র হয়ে আমি বিনয়ের সঙ্গে এই মর্যাদাপূর্ণ সম্মান গ্রহণ করছি। সারা ভারতবর্ষের জন্য এটা একটা সম্মান। বাহরিন এবং ভারতের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও এটা একটা স্বীকৃতি। এই সম্পর্ক হাজার বছরের পুরনো।

একবিংশ শতাব্দীতে এই সম্পর্ক বহু ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। এটা আনন্দের বিষয় এবং আজকের আলোচনায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং নতুন ক্ষেত্রে সহযোগিতার জন্য আমরা একমত হয়েছি।

ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হিসেবে গড়ে ওঠার লক্ষ্য রেখেছে। আমরা চাই, এই অগ্রগতি ভাগ করে নিতে বাহরিন ভারতের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলুক।

এই দেশে ভারতীয় বংশোদ্ভূত মানুষ হল সর্ববৃহৎ বিদেশি সম্প্রদায়। উন্মুক্ত হৃদয়ে তাঁদের এখানে গ্রহণ করা হয়।

তাঁরা এই দেশকে নিজেদের বাসস্থান রূপে মনে করেন এবং তাঁদের প্রতি যত্নশীল হওয়ায় বাহরিনকে ধন্যবাদ জানাই। নিবিড় বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এই দেশে ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আমার এবং আমার প্রতিনিধিদলের প্রতি বাহরিন নেতৃত্বের সদয় আতিথেয়তায় আমি কৃতজ্ঞ। বাহরিনের রাজা ভারত সফরে এলে আমি সম্মানিত বোধ করব।

ধন্যবাদ!

 
PG/AB/DM



(Release ID: 1868458) Visitor Counter : 74