প্রধানমন্ত্রীরদপ্তর

আদিত্য বিড়লা গ্রুপের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মন্তব্য

Posted On: 03 NOV 2019 2:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ নভেম্বর, ২০১৯

 

শ্রী কুমার মঙ্গলম বিড়লা জি, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান, 

থাইল্যান্ডের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, 

বিড়লা পরিবারের সদস্য এবং ব্যবস্থাপনা, 

থাইল্যান্ড এবং ভারতের বাণিজ্যিক প্রতিনিধিবৃন্দ, 

বন্ধুগণ, নমস্কার, 

সাভাদি খুপ।

আমরা আজ থাইল্যান্ডের স্বর্ণ ভূমিতে আদিত্য বিড়লা গোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সমবেত হয়েছি। আমি আদিত্য বিড়লা গোষ্ঠীর সদস্যদের অভিনন্দন জানাই। আমরা এইমাত্র শ্রীকুমার মঙ্গলম বিড়লার বক্তব্য শুনলাম। 

বন্ধুগণ,

আমরা এখানে থাইল্যান্ডে থাকলেও ভারতের সঙ্গে দৃঢ় সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই দেশে ভারতীয় শিল্প ক্ষেত্র স্থাপনের ৫০ বছর পূর্তি হ’ল। এছাড়াও, বহু শতাব্দী ধরে সাধু-সন্ন্যাসী ও বণিকরা দুই দেশ সফর করেছেন। 

বন্ধুগণ,

ভারতে বর্তমানে যেসব সদর্থক পরিবর্তন এসেছে, আমি তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাণিজ্য সরলীকরণ র্যা ঙ্কিং বর্তমানে জীবনযাত্রাকে সহজ করে তুলেছে। আমাদের বনাঞ্চলের সংখ্যা বাড়ছে। উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে। কর হার কমছে। জনগণ উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। মধ্যসত্ত্বাভোগীরা এখন ইতিহাস। 

বন্ধুগণ,

ভারত বিগত ৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। জনগণের অংশীদারিত্বেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। জন ধন যোজনার মতো সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। 

বন্ধুগণ,

ভারতে পরিষেবার ক্ষেত্রে এতদিন দরিদ্র জনগণ বঞ্চিত ছিলেন। তাঁদের জন্য বাস্তবে অর্থ ব্যয় করা হ’ত না। কিন্তু, বর্তমানে পরিস্থিতি বদলেছে। আপনারা এখন প্রতি বাড়িতেই এলইডি আলো দেখতে পাবেন। শক্তি সঞ্চয়ের পাশাপাশি, অর্থ সাশ্রয়ও হচ্ছে।

বন্ধুগণ,

কর ব্যবস্থার উন্নতিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যবিত্তদের উপর থেকে করের বোঝা কম করা হয়েছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ স্থল হয়ে উঠছে। 

বন্ধুগণ,

ভারত গত ৫ বছরে ২৮৬ বিলিয়ন মার্কিন ডলার এফডিআই পেয়েছে, যা গত ২০ বছরের প্রায় অর্ধেক। এ থেকেই প্রমাণিত যে, বিনিয়োগকারীরা কিভাবে ভারতে আকর্ষিত হচ্ছেন। বাণিজ্য সরলীকরণ র্যা ঙ্কিং – এ ৫ বছরে ভারত ৭৯ ধাপ এগিয়ে এসেছে। বিশ্ব অর্থনৈতিক মঞ্চে পর্যটন মানচিত্রেও ভারতের স্থান এগিয়ে এসেছে। যাতায়াতের সুবন্দোবস্ত, উন্নত আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটি সম্ভব হয়েছে। 

বন্ধুগণ,

ভারত বর্তমানে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে। আমি আজ গর্বিত যে, ভারতে ক্রমশ দক্ষতার মানোন্নয়ন ঘটছে। ডিজিটাল গ্রাহকদের জন্য ভারত বিশ্বের বৃহত্তম বাজার। 

বন্ধুগণ,

ভারতের উন্নতি ঘটলে বিশ্বের উন্নতি হবে। আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্য দিয়ে দেশের দরিদ্র জনগণকে চিকিৎসা পরিষেবা দিচ্ছি। ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা মুক্ত ভারত গঠনের লক্ষ্য নেওয়া হয়েছে। এটি যক্ষ্মার বিরুদ্ধে বিশ্বের লড়াইকে মজবুত করবে। 

বন্ধুগণ,

থাইল্যান্ডের পশ্চিম উপকূলের বন্দর এবং ভারতের পূর্ব উপকূলের বন্দরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হওয়ায় আমাদের অর্থনৈতিক অংশীদারিত্ব বেড়েছে। আমাদের সব সুবিধা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। 

বন্ধুগণ,

আমাদের বাণিজ্যিক অংশীদারিত্ব আরও উন্নত হবে বলেই আমি আশাবাদী। আমার বক্তব্য শেষে আমি বলতে চাই যে,  সহজ বিনিয়োগ ও বাণিজ্যের জন্য ভারতে আসুন। কিছু অন্যতম সেরা পর্যটন স্থল দেখার জন্য ভারতে আসুন। ভারতের জনগণ আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে দু’হাত বাড়িয়ে অপেক্ষা করছেন। 

ধন্যবাদ। 

খুপ খুন খাপ!!!

আপনাদের অসংখ্য ধন্যবাদ।


প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে ছিল


PG/PM/SB


(Release ID: 1868208) Visitor Counter : 82