তথ্যওসম্প্রচারমন্ত্রক

এফএম রেডিও-র তৃতীয় পর্যায়ের নীতি-নির্দেশিকার সংশোধনে কেন্দ্রের অনুমোদন

Posted On: 04 OCT 2022 1:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ অক্টোবর, ২০২২

 

কেন্দ্রীয় সরকার বেসরকারি সংস্থার মাধ্যমে এফএম রেডিও সম্প্রচারের সম্প্রসারণ ঘটানোর তৃতীয় পর্যায়ে নীতি-নির্দেশিকা সংশোধনের অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ১৫ বছরের জন্য এফএম রেডিও সম্প্রচারের অনুমতিপ্রাপ্ত সংস্থাগুলি এখন থেকে যে কোনও সময়ে পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। আগে প্রথম তিন বছর পুনর্গঠনের কাজ করা যেত না। এছাড়াও, কোনও চ্যানেলের মোট শেয়ারের ১৫ শতাংশ ন্যাশনাল ক্যাপ সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ‘গ’ এবং ‘ঘ’ শ্রেণীভুক্ত শহরগুলিতে এফএম চ্যানেলের নিলামে অংশ নেওয়ার জন্য এখন থেকে মাত্র ১ কোটি টাকার সম্পদ থাকতে হবে। আগে এর পরিমান ছিল দেড় কোটি টাকা। এর ফলে, দেশ জুড়ে তৃতীয় পর্যায়ের শহরগুলিতে এফএম বেতার সম্প্রচারে বেসরকারি সংস্থাগুলির অংশ নিতে সুবিধা হবে। ফলস্বরূপ, ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে সঙ্গীত ও বিনোদনমূলক অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি, কর্মসংস্থানও সৃষ্টি হবে। 

দেশে সহজে ব্যবসা-বাণিজ্য করার উপর সরকার গুরুত্ব দিচ্ছে। প্রশাসনিক কাজকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে বিভিন্ন প্রক্রিয়ার সরলীকরণ করা হচ্ছে, যাতে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। 


PG/CB/SB



(Release ID: 1865052) Visitor Counter : 149