রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার, ২০২২ প্রদান করেছেন

Posted On: 01 OCT 2022 7:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২২

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে পয়লা অক্টোবর ২০২২ স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার, ২০২২ প্রদান করেছেন।

অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শহরগুলির বাসিন্দা, স্বচ্ছতা কর্মী ও স্থানীয় প্রশাসনকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই নিয়ে পরপর ছ’বার ইন্দোর শহর প্রথম স্থান অধিকার করেছে। দেশের অন্যান্য শহরগুলিও এই শহরের মডেল অনুকরণ করতে পারে। ইন্দোর শহরের জনগণ যেভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাও অনুকরণীয়। 

রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছ সমীক্ষা দেশের বিভিন্ন রাজ্য ও শহরগুলির মধ্যে স্বচ্ছতা বিষয়ক সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলেছে। এ বছরের সমীক্ষায় ৪ হাজারেরও বেশি শহরের ৯ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন। স্বচ্ছতার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, গত ৮ বছর ধরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার এবং দেশের জনগণের নিরলস প্রয়াসে ‘স্বচ্ছ ভারত মিশন’ সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে দেশের সাফাই মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁরা কোভিড অতিমারীর সময়েও স্বচ্ছতা বজায় রাখার জন্য নিরন্তর কাজ করে গেছেন। 

শ্রীমতী মুর্মু বলেন, গত বছর পয়লা অক্টোবর ‘স্বচ্ছ ভারত মিশন’ – ‘নগর ২.০’ – এর সূচনা করা হয়েছিল। এই কর্মসূচির লক্ষ্য হ’ল ২০২৬ সালের মধ্যে সব শহরগুলিকে জঞ্জাল মুক্ত করা। আরও ভালোভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ বছর ২ অক্টোবর দেশের শহরগুলির নাগরিকদের বাড়িতেই শুকনো ও ভেজা বর্জ্য পৃথক করা সংক্রান্ত একটি প্রচারাভিযান চালু হচ্ছে। রাষ্ট্রপতি বলেন, আমাদের রাস্তাঘাট, গ্রাম, শহর ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সব নাগরিকদের। তিনি সমাজে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। 

 

PG/PM/SB



(Release ID: 1864381) Visitor Counter : 119