যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সাফল্য আজ বিশ্বে প্রমাণিত, জাতীয় নতুন শিক্ষানীতি এক বৈপ্লবিক পদক্ষেপ


জলন্ধরের এক কলেজের সমাবর্তন উৎসবে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

Posted On: 21 SEP 2022 10:11AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২২

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার তথা ও ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন যে দেশের তরুণ প্রজন্মের মগজ চালান রোধে তাঁদের মেধা বৃদ্ধির কাজে আমাদের সহায়তা করে যেতে হবে।

শ্রী ঠাকুর জলন্ধরের দোয়াবা কলেজের ৬৫তম সমাবর্তন উৎসবে ভাষণদানকালে আরও বলেন যে আমাদের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কতটা সফল হয়ে উঠতে পারে তা বিশ্ববাসীর কাছে আজ প্রমাণিত। এই কর্মসূচির সফলতার পথ ধরে দেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহারের গতি ও মাত্রাও অনেক বৃদ্ধি পেয়েছে। ক্রীড়া, শিক্ষা, দক্ষতা বিকাশ এবং আঞ্চলিক ভাষায় পঠনপাঠনের বিষয়গুলি নতুন শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এ হল কেন্দ্রীয় সরকারের এক বৈপ্লবিক তথা রূপান্তরমুখী পদক্ষেপ। ‘স্কিল ইন্ডিয়া কর্মসূচি’র আওতায় দেশের তরুণ ও যুবকরা এখন আরও বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ লাভ করছেন। দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে ও বিদেশে উন্নত কর্মজীবন গড়ে তোলার সুযোগও এখন তাঁদের সামনে প্রসারিত।

শ্রী ঠাকুর বলেন, বর্তমান যুগ হল নারী ক্ষমতায়নের যুগ। দেশের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিশেষত, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে মহিলারা এখন জোরকদমে এগিয়ে চলেছেন। পরিবর্তনশীল ভারতের এ হল এক আদর্শ প্রতিচ্ছবি। তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত এখন একাদশ স্থানের অধিকারী। এ হল আমাদের কাছে এক বিশেষ গর্বের বিষয়। ধনী-দরিদ্র নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ ‘ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি’টিকে মনেপ্রাণে গ্রহণ করার মাধ্যমে দেশের স্বপ্নকে সফল করে তুলেছেন।

অনুষ্ঠানের সূচনায় শ্রী অনুরাগ সিং ঠাকুর কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।

 
PG/SKD/DM/


(Release ID: 1861093) Visitor Counter : 111