প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত – সিঙ্গাপুর যৌথ মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Posted On:
19 SEP 2022 8:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত – সিঙ্গাপুর যৌথ মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেছেন। এই দলটিতে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী শ্রী লরেন্স ওং এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী গান কিম ইয়ং ছাড়াও ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন উপস্থিত ছিলেন। নতুন দিল্লিতে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত – সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের প্রথম গোলটেবিল বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। উপ-প্রধানমন্ত্রী হিসাবে শ্রী ওং – এর এটিই প্রথম ভারত সফর।
ভারত – সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোল টেবিল উদ্যোগ প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এর মধ্য দিয়ে উভয় দেশের অনন্য দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিফলিত। মন্ত্রীরা শ্রী মোদীকে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা, আর্থিক ক্ষেত্রে প্রযুক্তি বা ফিনটেক, পরিবেশ-বান্ধব অর্থনীতি, দক্ষতা বিকাশ, খাদ্য সুরক্ষা সহ আলোচনায় স্থান পাওয়া অন্যান্য বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানান।
প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এর ফলে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী শ্রী লি হাইসেন লুঙ্গ এবং সেদেশের জনগণকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।
PG/CB/SB
(Release ID: 1860931)
Visitor Counter : 139
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam