প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে দু’দিনের এক শ্রম সম্মেলনে আগামীকাল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 23 AUG 2022 9:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ আগস্ট ২০২২

 

দেশের সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রম মন্ত্রীদের সঙ্গে আগামীকাল এক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তবে, এই বৈঠক অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মঞ্চে। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে দু’দিনের এই সম্মেলনের আয়োজক কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।

শ্রম সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু’দিনের এই সম্মেলনে আলোচনা চলবে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে। উন্নততর নীতি প্রণয়ন এবং শ্রমিক কল্যাণে বিভিন্ন কর্মসূচির সফল রূপায়ণে এই সম্মেলনের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে এক বিশেষ সমন্বয় গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনের অধিবেশনগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সামাজিক সুরক্ষাকে সার্বজনীন করে তুলতে ‘ই-শ্রম’ পোর্টালকে যুক্ত করা, রাজ্য সরকার পরিচালিত ইএসআই হাসপাতালগুলির মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধার প্রসার এবং ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র সঙ্গে তাকে যুক্ত করা, চারটি শ্রম আইনের আওতায় নিয়ম-নীতি রচনার মধ্য দিয়ে সেগুলি রূপায়ণের পন্থাপদ্ধতি উদ্ভাবন, সকল শ্রমিকের সুষ্ঠুভাবে কাজ করার জন্য সুষম পরিস্থিতি গড়ে তোলা এবং সকল কর্মীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আলোচিত হবে দু’দিনের এই সম্মেলনের ভিন্ন ভিন্ন অধিবেশনে।

 
PG/SKD/DM/


(रिलीज़ आईडी: 1854167) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam