সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
বিএস-সিক্স যানবাহনেপ্রয়োজনীয় যন্ত্রাংশ ব্যবহার সংক্রান্ত বিজ্ঞপ্তি
Posted On:
23 AUG 2022 2:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ আগস্ট ২০২২
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ১১ আগস্টভারত স্টেজ-সিক্স পেট্রোলচালিত যানবাহনে ও ৩.৫ টন কম ওজনের ভারত স্টেজ-সিক্স ডিজেলচালিতযানবাহনে সিএনজি এবং এলপিজি কিট ব্যবহারের ক্ষেত্রে কি কি করতে হবে তা এক বিজ্ঞপ্তিতেজানিয়েছে। বর্তমানে বিএস-ফোর পর্যায়ের গাড়িগুলিতে মোটর ভেহিকেলস আইন অনুযায়ী প্রয়োজনীয়পরিবর্তন করে সিএনজি এবং এলপিজি কিট ব্যবহার করা যায়। বিএস-সিক্স-এর জন্য এ সংক্রান্তগেজেট বিজ্ঞপ্তিটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/aug/doc202282394601.pdf
PG/CB/DM
(Release ID: 1853881)
Visitor Counter : 171