সংস্কৃতিমন্ত্রক
হর ঘর তিরঙ্গা অভিযানের অধীন হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে ৬ কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে
Posted On:
16 AUG 2022 4:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ আগস্ট, ২০২২
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তিরঙ্গা পতাকা বাড়িতে আনা এবং তা উত্তোলনে “হর ঘর তিরঙ্গা” অভিযানের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষের মনে দেশাত্মবোধের বাসনাকে উদ্দীপ্ত করতে এবং জন-ভাগিদারির মনোভাব নিয়ে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের ধারনা এই উদ্যোগের পিছনে কাজ করেছে। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন মন্ত্রক সর্বতোভাবে এই অভিযানে যোগ দিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলি আজাদি কা অমৃত মহোৎসবের সফল রূপায়ণে হর ঘর তিরঙ্গার ক্ষেত্রে এক সফল ভূমিকা নিয়েছে। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সংযুক্ত বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে যাতে দেশাত্মবোধ এবং দেশের একতাকে তুলে ধরা হয়েছে। চন্ডীগড়ে সেক্টর ষোল-র ক্রিকেট স্টেডিয়ামে ৫৮৮৫ জন মানুষের সক্রিয় অংশগ্রহণের ফলে উড্ডীয়মান জাতীয় পতাকার এক জীবন্ত মানবচিত্র গড়া সম্ভব হয়েছে, যা গিনেস বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব অভিযানে প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল রূপ দিতে চন্ডীগড় বিশ্ববিদ্যালয় এবং এনআইডি ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
সারা ভারত জুড়ে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ায় ভারত সরকার নানাবিধ ব্যবস্থা নেয়। ২০২২এর পয়লা আগস্ট থেকে পোস্ট অফিসগুলি থেকে জাতীয় পতাকা বিক্রি শুরু হয়। রাজ্য সরকারগুলি বিভিন্ন অংশীদারি সংগঠনের সহায়তায় জাতীয় পতাকা বিক্রি এবং তা সরবরাহের উদ্যোগ নেয়। জেম পোর্টালে ভারতের জাতীয় পতাকা রেজিস্ট্রিকৃত হয়। বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এবং স্বেচ্ছাসেবী গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে ভারত সরকার এই পতাকা সরবরাহের প্রক্রিয়া সুচারুভাবে যাতে সম্পন্ন হয় তার উদ্যোগ নেয়। ভারতের স্বাধীনতার গৌরবজনক ৭৫ বছর উদযাপনে ২০২১এ ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদি কা অমৃত মহোৎসব উদ্যোগের সূচনা করেন। এর পর থেকে সারা বিশ্বব্যাপি ভারতের সংস্কৃতির সুমহান ঐতিহ্যকে তুলে ধরতে সফল উদ্যোগ নেওয়া হয়। ২৮টি রাজ্য, ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং দেড়শোরও বেশি দেশে ৬০ হাজারের বেশি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ও সর্ববৃহৎ যোগদানের নিরিখে আজাদি কা অমৃত মহোৎসবের উদ্যোগ হিসেবে জায়গা পেয়েছে। ২০২২এর ১৫ আগস্ট থেকে ২০২৩এর ২৩ আগস্ট পর্যন্ত ৭৫ সপ্তাহের কাউন্টডাউন শুরুর জন্য ২০২১এর ১২ মার্চ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করা হয়।
PG/AB/NS
(Release ID: 1852353)
Visitor Counter : 185