প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজস্থানের খাতু শ্যামাজি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী

Posted On: 08 AUG 2022 9:22AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২২

রাজস্থানের খাতু শ্যামাজি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

“রাজস্থানের শিকার-এ খাতু শ্যামাজি মন্দির কমপ্লেক্সে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির জন্য আমি চিন্তিত। ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা জানাই।” – এক ট্যুইট বার্তার মাধ্যমে এইভাবেই শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

 
PG/SKD/DM


(Release ID: 1849855) Visitor Counter : 120