স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রীয় পুরস্কারের সংক্রান্ত পোর্টালের সূচনা, বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া শুরু

Posted On: 27 JUL 2022 1:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২২

কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় পুরস্কারের জন্য একটি পোর্টাল https://awards.gov.in –এর সূচনা করেছে। এই পোর্টালে বিভিন্ন মন্ত্রক / দপ্তর / কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। জন-অংশীদারিত্বের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি যাতে স্বচ্ছভাবে সম্পন্ন করা যায় তার জন্যই এই উদ্যোগ। যে কোনও সংগঠন এবং ব্যক্তিবিশেষ এই পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারেন। বর্তমানে যেসব পুরস্কারগুলির জন্য মনোনয়ন জমা নেওয়া হচ্ছে সেগুলি হল –

১) পদ্ম সম্মান – জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর

২) কৌশলাচার্য পুরস্কার – জমা দেওয়ার শেষ দিন ৩০ জুলাই

৩) বয়ঃশ্রেষ্ঠ সম্মান (প্রবীণ নাগরিকদের জন্য জাতীয় পুরস্কার) - জমা দেওয়ার শেষ দিন ১৮ আগস্ট

৪) ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইন্ডিভিজুয়াল এক্সেলেন্স, ২০২১ এবং ২০২২ - জমা দেওয়ার শেষ দিন ২৮ আগস্ট

৫) ভিন্নভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য কাজ করে এ ধরনের প্রতিষ্ঠানগুলিকে জাতীয় পুরস্কার, ২০২১ এবং ২০২২ - জমা দেওয়ার শেষ দিন ২৮ আগস্ট

৬) ন্যাশনাল সিএসআর অ্যাওয়ার্ডস - জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই

৭) নারীশক্তি পুরস্কার - জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর

৮) সুভাষ চন্দ্র বসু আপৎকালীন ব্যবস্থাপনা পুরস্কার - জমা দেওয়ার শেষ দিন ৩১ আগস্ট

৯) ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই-গভর্ন্যান্স – জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই

১০) সর্দার প্যাটেল ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড - জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই

১১) ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস ইন দ্য ফিল্ড অফ প্রিভেনশন অফ অ্যালকোহলিজম অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাবিউজ - জমা দেওয়ার শেষ দিন ৩০ জুলাই

১২) জীবন রক্ষা পদক - জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য https://awards.gov.in  পোর্টালে ক্লিক করুন।

PG/CB/DM


(Release ID: 1845342) Visitor Counter : 272