সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে দেশজুড়ে ৭৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ

Posted On: 15 JUL 2022 2:28PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫ জুলাই, ২০২২

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের সঙ্গে সাযুজ্য রেখে ১৫ই আগস্টের মধ্যে ৭৫ লক্ষ গাছের চারা রোপণের পরিকল্পনা করেছে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে ১৭ জুলাই একদিনে দেশজুড়ে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য সংস্থার আঞ্চলিক দপ্তরগুলি জাতীয় মহাসড়কের পার্শ্ববর্তী অঞ্চলে এবং টোল প্লাজায় ৭৫টি জায়গাকে চিহ্নিত করেছে।

এই কর্মসূচীতে কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতীন গড়করি এবং মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেবেন। মানুষকে পরিবেশের বিষয়ে সচেতন করে তুলতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকবৃন্দ,  অসরকারি সংগঠন ও কলেজের ছাত্রছাত্রীদের এই কর্মসূচিতে যুক্ত করবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম ও অন্ধ্রপ্রদেশে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বৃক্ষরোপণ ও সেগুলির রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত হবেন। পরিবেশ বান্ধব মহাসড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে রাজ্য সরকারের আওতায় থাকা সংস্থা, বেসরকারী বিভিন্ন সংস্থা, বন ও উদ্যান পালন বিশেষজ্ঞ এবং গ্রামীণ জীবন জীবিকা মিশনের আওতায় থাকা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সামিল করা হয়।

PG/CB/NS


(Release ID: 1841841) Visitor Counter : 215