মানবসম্পদবিকাশমন্ত্রক
জাতীয় শিক্ষা নীতি ২০২০-র সফল বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল বারাণসীতে তিন দিনের অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Posted On:
06 JUL 2022 10:37AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ জুলাই, ২০২২
আগামীকাল বারাণসীতে তিন দিনের অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনের এই সম্মেলনে যোগ দেবেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ৩০০ জনেরও বেশি উপাচার্য, শিক্ষাবিদ, নীতি রচয়িতা এবং শিল্প প্রতিনিধিবৃন্দ। গত দু’বছরে বেশ কিছু উদ্যোগের সফল বাস্তবায়নের পথ ধরে জাতীয় শিক্ষা নীতি ২০২০ সারা দেশে কিভাবে রূপায়িত করা যায়, সে সম্পর্কে আলোচনা ও মতবিনিময় হ’ল এই সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।
তিন দিনের এই সম্মেলন জাতীয় শিক্ষা নীতি ২০২০-র বাস্তবায়নের প্রকৌশল ও পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ এনে দেবে দেশে উচ্চতর শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলতে বেশ কিছু নীতিগত পদক্ষেপও গ্রহণ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই পরিস্থিতিতে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ও ইতিমধ্যে শিক্ষা সংস্কারের দিকে মনোযোগ দিয়েছে। তবে, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিষয়ে তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তাদানের কাজ এখনও বাকি রয়ে গেছে। দেশে শিক্ষার উপযোগী পরিবেশ যেহেতু কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি ক্ষেত্রগুলির উপর অনেকাংশে নির্ভরশীল, সেই কারণে এই শিক্ষা নীতির সফল বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও পরামর্শের বিশেষ প্রয়োজন রয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ধর্মশালায় এক সম্মেলনে মিলিত হয়েছিলেন। সেখানে রাজ্যগুলির পক্ষ থেকে শিক্ষা নীতি সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরা হয়। এই আলোচনা ও মতবিনিময়ের পথ ধরেই বারাণসী শিক্ষা সমাগমের আয়োজন। বিভিন্ন শাখায় সার্বিক শিক্ষার প্রসার, দক্ষতা বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ, জ্ঞান আহরণের সুযোগ ও পদ্ধতি, শিক্ষার বিশ্বায়ন, ডিজিটাল ব্যবস্থায় ক্ষমতায়ন, অনলাইন ব্যবস্থায় শিক্ষার প্রসার, সমীক্ষা ও গবেষণা, উদ্ভাবন ও শিল্পোদ্যোগ, গুণগত মান এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কর্মসূচি রয়েছে এই তিন দিনের সম্মেলনে।
অখিল ভারতীয় শিক্ষা সমাগমের এই মঞ্চে উচ্চতর শিক্ষার লক্ষ্যে বারাণসী ঘোষণাপত্রটি গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/SB
(Release ID: 1839725)
Visitor Counter : 146