পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক

পরিসংখ্যান দিবস আগামীকাল উদযাপিত হবে মূল ভাবনা : সুস্থায়ী উন্নয়নের জন্য তথ্য

Posted On: 28 JUN 2022 11:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুন, ২০২২

 

পরিসংখ্যান ও আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে প্রয়াত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশ যে অসামান্য অবদান রেখেছেন, তার স্বীকৃতিতে ভারত সরকার প্রতি বছর ২৯ জুন দিনটি ‘পরিসংখ্যান দিবস’ হিসেবে উদযাপন করে আসছে। প্রকৃতপক্ষে অধ্যাপক মহলানবিশের জন্মতিথিটিই জাতীয় স্তরে ‘পরিসংখ্যান দিবস’ হিসেবে উদযাপন করা হয়। আর্থ-সামাজিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা ও গুরুত্বের বিষয়ে অধ্যাপক মহলানবিশের অবদান সম্পর্কে যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে এবং জনসচেতনতা গড়ে তুলতে এই দিনটি উদযাপন করা হয়।

এ বছর পরিসংখ্যান দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান প্রকৃতভাবে ও ভার্চ্যুয়াল পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ প্রতিমন্ত্রী শ্রী রাও ইন্দরজিৎ সিং। অনুষ্ঠানে জাতীয় পরিসংখ্যান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক বিমল কুমার রায়, ভারতের মুখ্য পরিসংখ্যানবিদ তথা পরিসংখ্যান দপ্তরের সচিব ডঃ জি পি সামন্ত, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এর অধিকর্তা অধ্যাপক সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত থাকবেন। একাধিক কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিরাও ভার্চ্যুয়াল পদ্ধতিতে এই অনুষ্ঠানে অংশ নেবেন।

জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয়কে পরিসংখ্যান দিবস উদযাপনের মূল ভাবনা হিসেবে গ্রহণ করা হয়। এবার মূল ভাবনা ‘সুস্থায়ী উন্নয়নের জন্য তথ্য’। এই উপলক্ষে মন্ত্রকের পক্ষ থেকে ফলিত ও তাত্ত্বিক পরিসংখ্যান ক্ষেত্রে উচ্চমানের গবেষণার মাধ্যমে অসামান্য অবদানগুলির স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেওয়া হয়। এ বছর অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশ জাতীয় পুরস্কার এবং সারা জীবনের স্বীকৃতিস্বরূপ ‘অধ্যাপক পি বি সুখাত্মে জাতীয় পুরস্কার’ প্রাপকদের নাম অনুষ্ঠানে ঘোষণা করা হবে। মন্ত্রকের আধিকারিকরা এক আলোচনাসভায় এ বছর পরিসংখ্যান দিবসের মূল ভাবনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করবেন। এরপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা ভাষণ দেবেন।

 

PG/BD/DM/



(Release ID: 1837669) Visitor Counter : 153