প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ব্রিকস্‌ বাণিজ্য মঞ্চ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

Posted On: 22 JUN 2022 9:37PM by PIB Kolkata

                                                                                                                              নয়াদিল্লি, ২২ জুন, ২০২২

মহামহিম,

ব্রিকস্‌ বাণিজ্য সম্প্রদায়ের নেতারা,

নমস্কার,

বিশ্ব বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হিসাবে গড়ে উঠবে ব্রিকস্‌। এই বিশ্বাস নিয়েই এর প্রতিষ্ঠা করা হয়েছিল। 

বর্তমানে সারা বিশ্ব যখন কোভিড পরবর্তী পরিস্থিতিতে উন্নয়নের পথে এগোচ্ছে, তখন ব্রিকস্‌ গোষ্ঠীভুক্ত দেশগুলির ভূমিকা ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বন্ধুগণ,

অতিমারী পরিস্থিতিতে যে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে, তার মোকাবিলায় আমরা ভারতে সংস্কার, সম্পাদন ও রূপান্তর - এর নীতি গ্রহণ করেছি।

এই দিশায় ভারতের অর্থ ব্যবস্থার উন্নতি বর্তমানে চোখে পড়ার মতো।

চলতি বছর আমরা ৭.৫ শতাংশ হারে উন্নয়নের আশা করছি, যা আমাদের দ্রুত উন্নয়নশীল মূল অর্থনীতির দিকেই পরিচালিত করছে।

আজ আমি ৪টি মূল বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।

প্রথমত, ভারতের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মূল স্তম্ভ প্রযুক্তি-ভিত্তিক উন্নয়ন।

আমরা প্রতিটি ক্ষেত্রেই উদ্ভাবনকে গুরুত্ব দিচ্ছি।

গ্রিন হাইড্রোজেন, নীল অর্থনীতি, ক্লিন এনার্জি, ড্রোন, জিও স্পাশিয়াল ডেটার মতো ক্ষেত্রগুলিতে আমরা উদ্ভাবন-বান্ধব নীতি তৈরি করেছি।

বর্তমানে উদ্ভাবনী ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জৈব শৃঙ্খল ব্যবস্থাপনা, যার পরিচয় মেলে দেশের ক্রমবর্ধমান স্টার্টআপ-গুলির দ্বারা।

ভারতে বর্তমানে ৭০ হাজারেরও বেশি স্টার্টআপে ১০০টিরও বেশি ইউনিকর্ন রয়েছে এবং এগুলির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

দ্বিতীয়ত, অতিমারী পরিস্থিতি সত্ত্বেও ভারত সর্বদাই বাণিজ্য গড়ার পথ সুগম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্যবসা-বাণিজ্যর পরিচালনার ক্ষেত্রে নীতি মান্যতার বোঝা কম করতে হাজার হাজার নিয়ম পরিবর্তন করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনা ও নীতিতে আরও স্বচ্ছতা ও পারদর্শিতা আনতে আমরা অবিরাম কাজ করে চলেছি।

তৃতীয়ত, ভারতে পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। আর তার সম্প্রসারণের কাজও চলছে।

এজন্য ভারত জাতীয় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে।

আমাদের জাতীয় পরিকাঠামো পাইপলাইনের আওতায় ১.৫ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে।

চতুর্থত, ভারতে বর্তমানে যে ধরনের ডিজিটাল পরিবর্তন আসছে, তা গোটা বিশ্বে এর আগে কখনই চোখে পড়েনি।

২০২৫ সালের মধ্যে ভারতীয় ডিজিটাল অর্থনীতির মূল্য ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে।

ডিজিটাল ক্ষেত্রে উন্নয়ন মহিলাদের কাজে অংশগ্রহণের বিষয়টিতে উৎসাহদান করছে।

আমাদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ৪০ লক্ষ ৪০ হাজার কর্মীর মধ্যে আনুমানিক ৩৬ শতাংশই মহিলা।

প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে আর্থিক অন্তর্ভুক্তিকরণের সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন আমাদের গ্রামাঞ্চলের মহিলারা।

ব্রিকস্‌ মহিলা বাণিজ্য জোট ভারতে এই রূপান্তরমুখী পরিবর্তনের বিষয়ে একটি সমীক্ষা করে দেখতে পারেন।

একইভাবে, উদ্ভাবন-ভিত্তিক অর্থনৈতিক পুনরুজ্জীবনের ক্ষেত্রে এক অর্থবহ আলোচনার ক্ষেত্র প্রস্তুত হতে পারে।

আমি পরামর্শ দিতে চাই যে, ব্রিকস্‌ বাণিজ্য মঞ্চ আমাদের সদস্য দেশের স্টার্টআপগুলির মধ্যে নিয়মিত আদান-প্রদানের জন্য একটি মঞ্চ গড়ে তুলতে পারে।

আমি নিশ্চিত যে, ব্রিকস্‌ বাণিজ্য মঞ্চে আজকের আলোচনা বিশেষভাবে লাভজনক হবে।

আমি আপনাদের সকলকে শুভকামনা জানাই।

অনেক ধন্যবাদ।                             

PG/PM/SB


(Release ID: 1836509) Visitor Counter : 255