প্রধানমন্ত্রীরদপ্তর
                
                
                
                
                
                    
                    
                        সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য সকলকে যোগাভ্যাস করতে প্রধানমন্ত্রীর আহ্বান
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                19 JUN 2022 9:58AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ১৯ জুন, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান সময়ে অসংক্রামক ও জীবনশৈলীগত রোগ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি সুস্বাস্থ্য বজায় রাখা ও ভালো থাকার জন্য সকলকে যোগ্যাভাস করার আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে যোগাভ্যাসের একটি ভিডিও শ্রী মোদী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমান যুগে  অ-সংক্রামক এবং জীবনশৈলীগত রোগ ক্রমশ বাড়ছে , বিশেষ করে তরুণদের মধ্যে, আর তাই, যোগের গুরুত্বও আরও বেশি হয়ে দাঁড়াচ্ছে।
সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্য যোগাভ্যাস করুন ।"
 
PG/CB/SB
                
                
                
                
                
                (Release ID: 1836177)
                Visitor Counter : 149
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam